শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী

কসবায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bonduk juddhoআমিনুল ইসলাম হুসাইনী, কসবা, ব্রাক্ষ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রফিজ মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের দুই উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করছেন পুলিশ।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত রফিজ মিয়া পাশের থানা আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নের পাথারিয়াটেক গ্রামের মৃত সওদাগর আলী ফকিরের ছেলে। এব্যাপারে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন আহাম্মেদ আওয়ার ইসলাম ২৪ ডটকমকে জানান, তার নামে মাদকের বিশেষ আইনে কসবা ও আখাউড়া থানায় ১৩টি মামলা রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ১৫ কেজি গাঁজা ও ৩শ' ইয়াবা বড়ি উদ্ধার করেছে।
ওসি আরো বলেন, রাত দেড়টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকায় পুলিশ অভিযানে যায়। এসময় মাদক পাচারের জন্য যাচ্ছিল রফিজ মিয়া। পুলিশের চ্যালেঞ্জের মুখে রফিজ মিয়া ও তার সহকর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করলে দু'গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এসময় গুলিতে মাদক ব্যবসায়ী রফিজ মারা গেলে তার সহকর্মীরা পালিয়ে যায়। মঙ্গল বারে নিহত রফিজ মিয়ার লাশ তার পরিবারে হস্তান্তর করা হয়েছে বলে তিনি আওয়ার ইসলাম ২৪ ডটকমকে নিশ্চিত করেন।

ওএস


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ