বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

ভারতে পুজোর চাঁদা না দেয়ায় মুসলমানদের কান ধরিয়ে উঠবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

28612-ganeshchaturthi copy

আওয়ার ইসলাম : গনেশ পুজোর চাঁদা কম দেয়ায় ভারতের মহারাষ্ট্রের পুনের একটি বেকারিতে কর্মরত ১১ মুসলিম শ্রমিককে প্রকাশ্য কান ধরে উঠবস করিয়ে শাস্তি দেয়া হয়েছে। উত্তর প্রদেশের বাসিন্দা ওই শ্রমিকরা ওই বেকারির কাজ ছেড়ে নিজ গ্রামে চলে যেতে বাধ্য হয়েছেন।

ওই মুসলমান শ্রমিকদের অপরাধ, তারা ১০১ টাকার পরিবর্তে ৫১ টাকা চাঁদা দিতে চেয়েছিল।

আজ সোমবার স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, গত ১৫ আগস্ট গণেশ মণ্ডলের কিছু সদস্য পিম্পরি-চিনচওয়াদে অবস্থিত ক্রাউন বেকারিতে কর্মরত শ্রমিকদের কাছে গণেশ উৎসবের জন্য ১০১ টাকা চাঁদা দাবি করে। কিন্তু শ্রমিকরা ৫১ টাকা দেয়ার কথা বলে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে চাঁদা আদায়কারী গণেশ মণ্ডলের সদস্যরা। তারা ওই শ্রমিকদের হুমকি দেয় এবং প্রকাশ্য বাজারে তাদের কান ধরে উঠবস করায়। গণেশ মণ্ডলের সদস্যরা ওই ঘটনা মোবাইলে রেকর্ড করে এবং পরে তা বন্ধুদের মধ্যে শেয়ার করে। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরাল হয়ে যায়। গত শনিবার এ নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

সহকারি পুলিশ পরিদর্শক মহেশ স্বামী গণমাধ্যমকে বলেন, ‘আমরা গণেশ মণ্ডলের তিন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছি, যদিও অপরাধ জামিনযোগ্য হওয়ায় তাদের গ্রেফতার করা হয়নি। অভিযুক্ত ৩ জনকে সোমবার আদালতে উপস্থিত হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে।’ মহেশ স্বামী আরো বলেন, এ নিয়ে ৩/৪ জন অভিযোগকারী তাদের কাছে আসার পরেই পদক্ষেপ নেয়া হয়েছে।

অভিযোগকারীরা জানায় তাদের ‘লাঞ্ছিত’ করা হয়েছে এবং ‘হুমকি’ দেয়া হয়েছে।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ