শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

গ্রেপ্তারকৃতদের মুক্তি না দিলে কঠোর আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

charmonai_peerনিজস্ব প্রতিনিধি : বাগেরহাটে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি গভীর নিন্দা জানান।

গত ‍শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাটের শরণখোলা উপজেলা সভাপতি আলহাজ সেকান্দার আলী তালুকদার ও সাধারণ সম্পাদক হাফেজ মো. আবু সালেহ, মুজাহিদ কমিটির ছদর মাওলানা মো. বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন হাওলাদার ও মো. নূরুজ্জামানকে আটক করে পুলিশ।

মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামী আন্দোলন একটি নিবন্ধিত বৃহৎ ইসলামী সংগঠন। ইসলামী আন্দোলনের কার্যক্রম প্রকাশ্য, গোপনীয় নয়। এ সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেফতার করে সরকার অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরো পড়ুন : শরণখোলায় ইসলামী আন্দোলনের সভাপতিসহ আটক ৫

কেন্দ্র ঘোষিত ৩ মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বর্তমান সরকারের শিক্ষা আইন পরিবর্তন, শিক্ষানীতি থেকে হিন্দুত্ববাদী ও নাস্তিক্যবাদী পাঠ্যক্রম (সিলেবাস) বাতিলের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও লিফলেট বিতরণকালে তাদের আটক করে সরকার দেশে প্রতিহিংসার রাজনীতি চালু করেছে। ঘোষিত কর্মসুচীর বিবরণ কপি প্রশাসনের উর্ধ্বতন মহলে জমা দিয়ে সারাদেশে কর্মসূচী পালনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে। তারপরও নেতাকর্মীদের গ্রেফতার করে সরকার খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে।

অবিলম্বে শরণখোলার ৫ নেতাকর্মী ও ইমাম-খতীবসহ সকলকে নিঃশর্ত মুক্তি না দিলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে উঠবে। এটা কারো জন্য কল্যাণ কর হবে না।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ