শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


বেতন ১২ লক্ষ টাকা, কাজ বাসন মাজা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

one-million-salaryডেস্ক রিপোর্ট: সাধারণ বাসন- কোসন তো নয়; রাজবাড়ির বাসন বলে কথা! রাজবাড়িরের বাসন মাজার বেতন তো একটু বেশি হবেই। বাকিংহাম প্যালেসের রাণী বাসন ধোয়ার জন্য লোক লোক খুঁজছেন। এক বছরের জন্য মাইনে ১৭,০০০ ইউরো। রাজবাড়ির ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞাপনও দেওয়া হয়েছে।

রাণী নিজে মোট যে ছ’টি পদে নিয়োগ করেন এটি তার মধ্যে একটি। প্যালেসে থেকেই কাজ করতে হবে তাই থাকা-খাওয়ার চিন্তা করতে হবে না। কোনও পূর্ব অভিজ্ঞতারও প্রয়োজন হবে না।

সমস্ত বাসন-পত্র পরিষ্কারের দায়িত্ব ছাড়াও রান্নায় একটু-আধটু সাহায্যও করতে হবে। বছরে ছুটির দিন থাকছে তেত্রিশটি। দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ ও কাজ শেষ হয়ে গেলে পেনশনও দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ