শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

বগুড়ায় জেএমবি সন্দেহে মুয়াজ্জিন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1467355728বগুড়া: বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে জড়িত সন্দেহে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জামে মসজিদের মুয়াজ্জিন,তার দুই ছেলে ও এক আত্মীয়কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের পুরান বগুড়া পাওয়ার হাউজ আবাসিক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মসজিদের মুয়াজ্জিন আব্দুল মজিদ (৫৫), তার ছেলে মুজাহিদীন (২৮), আব্দুল মুহিত (১৪) এবং বাসায় বেড়াতে আসা এক আত্মীয়।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশের তিনটি ভ্যান আবাসিক এলাকার ভেতরে প্রবেশ করে।

এ সময় পুলিশ সদস্যরা আব্দুল মজিদ যে বাসায় বসবাস করেন ওই বাসাটি ঘিরে তল্লাশি শুরু করেন। তল্লাশি চলাকালে ওই বাসা থেকে দুই বস্তা জিহাদি বই উদ্ধার করে পুলিশ।

এ সময় বিদ্যুৎ  উন্নয়ন বোর্ড (পিডিবি) জামে মসজিদের মুয়াজ্জিন,তার দুই ছেলে ও এক আত্মীয়কে আটক করা হয়।

পুলিশের হাতে আটক আব্দুল মজিদ প্রায় ২৫ বছর যাবত পিডিবির আবাসিক এলাকায় বসবাস করেন এবং মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, আটককৃত চারজনের মধ্যে আব্দুল মজিদ ও তার বাড়িতে বেড়াতে আসা যুবককে জেএমবির সঙ্গে জড়িত থাকার ব্যাপারে পুলিশ সন্দেহ করছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ