শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

আন নাদিল ফাউন্ডেশনের ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

an nadilনিজস্ব প্রতিনিধি : ইবাদতের পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেয়াই রমজানের শিক্ষা। কিন্তু সমাজে এই শিক্ষার আজ বড় অভাব। দিন দিন বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব। ফলে যুবকরা হয়ে পড়ছে দিশেহারা। তারা মাদক, ইয়াবাসহ জড়িয়ে পড়ছে নানা অনৈতিক কর্মকাণ্ডে। এসবের কুপ্রভাবে দুষিত হচ্ছে সমাজ, রাষ্ট্র। এভাবেই ওলী-আউলিয়ার পদচারণায় ধন্য বাংলাদেশ তিলে তিলে ক্ষয়ের পথে এগুচ্ছে। এ থেকে দেশকে রক্ষা করতে হবে।

আজ মঙ্গলবার সাভার ভাকুর্তা ইউনিয়নে আন নাদিল ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে ইফতার মাহফিলে আলোচকরা এসব কথা বলেন।

বক্তারা বলেন, আন-নাদিল ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের অবহেলিত মানুষের অধিকার, সুদমুক্ত ঋণ প্রদান, জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার মাধ্যমে দারিদ্রবিমোচন, ছিন্নমূল শিশুদের সুশিক্ষা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলা, নৈতিক অবক্ষয় রোধ করে আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ্যে মাদকসহ সর্বপ্রকার নেশা দ্রব্য ও অসামাজিক কার্যলাপের বিরুদ্ধে জনসচেতণতা তৈরিসহ সামাজিক নানা কর্মসূচী ও প্রকল্প নিয়ে কাজ করছে। আগামীতেও এ ধারা অব্যহত থাকবে।

ফাউন্ডেশনের সভাপতি মুহা. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজ্বী আনোয়ার হোসাইন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড মেম্বার হাজ্বী মুহা. ইয়াসিন মিয়া। আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক হাজ্বী নুরুল মমিন, আবুল কালাম আজাদ, মোঃ জাকির হোসাইন, আবূু তাহের, আবুল কাসেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আন নাদিলের সদস্যবৃন্দ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম/ওএস


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ