শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

মসজিদের ভিতরেই মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লক্ষ্মীপুরলক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে মসজিদ কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলামকে মসজিদের ভেতরেই মারধর করা হয়েছে। শুক্রবার সদর উপজেলার বাঞ্চানগর গ্রামের পৌর ৩ নং ওয়ার্ডের বায়তুল মামু’র জামে মসজিদে এ ঘটনা ঘটে।

হাসপাতালে আহত শহিদুল ইসলাম জানান, প্রত্যেক দিনের মতো শুক্রবারে জুম্মার নামাজ পড়তে যান তিনি। মসজিদ সভাপতি কমিটির কাউকে না জানিয়ে নিজে নিজে হিসাব করে টাকা আত্নসাতের পরিকল্পনা করেন। এতে আমি দ্বিমত করলে পরিকল্পনা মোতাবেক আঃ মালেকের নেতৃত্বে বাশার,
তোফায়েল, সুজন, শান্ত দেশীয় অস্র দা, রড, ইট ও লাঠি দিয়ে মসজিদের ভিতর আমাকে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, একই গ্রামের আ. হালিমের পুত্র আ. মালেকের সাথে দীর্ঘ দিন তাদের (শহিদুল) জায়গা জমি সঙ্কান্ত বিরোধ চলে
আসছে। শুক্রবার মসজিদে জুম্মার নামাজ পড়তে যান সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এ সময় মসজিদ কমিটির অন্য কাউকে না জানিয়ে টাকার হিসাব ঘোষণা করা হয়। এতে তিনি (কমিটির সাধারণ সম্পাদক) একমত পোষণ না করায় তাকে পিটিয়ে মসজিদ থেকে বাহির করে দেওয়া হয়। এতে তিনি অসুস্থ হয়ে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ