শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মসজিদে নববীতে এক দিনে বিতরণ ১৮৩ টন জমজমের পানি কলকাতায় বাংলাদেশি ইলিশের দাম চড়া, আগ্রহ হারাচ্ছে ক্রেতারা মাদরাসাতুল কুরআনে ‍দুই দিনব্যাপী সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত আগামী সরকার জুলাই আত্মত্যাগকে ধারণ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা  ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: এ টি এম আজহার ৩৭ বছরের ইমামকে রাজকীয় বিদায় ইমাম-খতিবদের হয়রানি বন্ধে হেফাজতের ‘বিশেষ সেল’ খোলার আহ্বান এদেশের সব ভালো কাজেই বিএনপির অবদান রয়েছে: মির্জা ফখরুল সংকট এড়িয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান সালাহউদ্দিনের জামায়াতের আমির হামযার বক্তব্যের কড়া প্রতিবাদ মুহসীন হল শিক্ষার্থীদের

ঝিনাইদহে নকল আজিজ বিড়ি তৈরির মালামাল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Jhenaidah Photo1খালিদ হাসান, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকার নকল আজিজ বিড়ি তৈরির কাগজ, তামাক ও মালামাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় দুজনকে আটক করে জেলা ও জরিমানা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মানোয়ার হোসেন মোল্লার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এগুলো জব্দ করে পুড়িয়ে ফেলে এবং ২জনকে কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার দেবরাজপুর গ্রামের শাহাজান আলীর ছেলে আসলাম (২০)কে ৬ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনদায়ে আরো ২ মাসের কারাদন্ড এবং একই গ্রামের নুরনবীর ছেলে আকিদুল (২৫) কে ২ মাসের করাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল প্রদান।

১৯৬ নং আজিজ বিড়ি কোম্পানীর ব্যবস্থাপক (লিগাল) কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের দেবরাজপুর গ্রামে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় প্রায় ৬০ কোটি পিস নকল আজিজ বিড়ি তৈরির সরঞ্জাম জব্দ করা হয় এবং ২জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যামান আদালতের বিচারক মানোয়ার হোসেন মোল্লা ২ জনকে কারাদন্ড ও অর্থ জরিমান এবং জব্দকৃত মালামাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন, যশোর আরএসএম আনোয়ারুল ইসলাম, মাহবুব হোসেন, সালাউদ্দিন মিয়া প্রমুখ। তিনি আরো জানান, এর আগেও এই গ্রাম থেকে প্রায় ২০ কোটি টাকার নকল আজিজ বিড়ি উদ্ধার করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ