শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন

মেসির দরকার মাত্র তিনটি গোল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Barcelona : FC Barcelona's Lionel Messi reacts after scoring during a Spanish La Liga soccer match between FC Barcelona and Espanyol at the Camp Nou stadium in Barcelona, Spain, Sunday, May 8, 2016. AP/PTI(AP5_8_2016_000173B)

আওয়ার ইসলাম ডেস্ক : মেসি এখন ফমের তুঙ্গে। যারা সব সময় বলেন যে, মেসি শুধু ক্লাবের হয়েই বড় কিছু করতে পারেন, দেশের হয়ে পারেন না।তাদের মুখ বন্ধ করার সময়। দেশের হয়ে তার নিষ্প্রভ থাকার অপবাদটাও হয়তো চিরতরে ঘুচাবার সুযোগ এখন মেসির সামনে। প্রয়োজন শুধু মাত্র তিনটি গোল।

ক্লাব ফুটবলে মেসির অর্জন গুনে শেষ করা যায় না। কিন্তু দেশের হয়ে তেমন কিছুই অর্জন বলতে এক অলিম্পিক সোনা ছাড়া আর কিছু খুজেঁ পাওয়া যায় না। দলগতভাবে না পারলেও দেশের হয়ে ব্যক্তিগত এক অর্জনে নাম ওঠাতে আর মাত্র তিনটি গোল দরকার মেসির।

মেসি কোপা আমেরিকা খেলতে এসেছিলেন জাতীয় দলের হয়ে ৫০টি গোল নিয়ে। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হতে তার প্রয়োজন ছিলো সাতটি গোল। সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছুঁতে দরকার ছিলো ছয় গোল।

চিলির বিপক্ষে মাঠে নামতে পারেননি মেসি। তবে পানামার বিপক্ষে ঠিকই মাঠে নামেন তিনি। বদলি হিসেবে নেমে মাত্র আধঘণ্টা খেলেন মেসি।

তাতেই চলে যান ইতিহাস গড়ার খুব কাছে। আধঘণ্টার মধ্যেই করে ফেলেন তিন গোল- হ্যাটট্রিক। জাতীয় দলের হয়ে যা মেসির চতুর্থ হ্যাটট্রিক। এর আগে তিনটি হ্যাটট্রিক ছিলো তার।

এই হ্যাটট্রিকের সুবাদে মেসির মোট গোলসংখ্যা এখন ৫৩টি। অর্থাৎ আর তিনটি গোল হলেও দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন তিনি। তবে সঙ্গে নাম থাকবে বাতিস্তুতারও। আর মেসি যদি চারটি গোল করতে পারেন, উঠে যাবেন শীর্ষে।

দারুণ ফর্মে থাকা মেসি হয়তো রেকর্ডটি নিজের করে নিতে পারবেন কোপা আমেরিকায়ই। সুস্থ থাকলে পরের ম্যাচগুলোতে হয়তো শুরু থেকেই খেলবেন তিনি। সেক্ষেত্রে বেড়ে যাবে তার গোল করার সম্ভাবনাও। সব মিলিয়ে দেশের সর্বোচ্চ গোলদাতা হতে মেসির কেবল কয়েকটি ম্যাচেরই অপেক্ষা এখন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফের ডটকম /এএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ