শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন

না পড়েই চুক্তি স্বাক্ষর করেন মেসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

icxCOQxtAqAফয়জুল আল আমীন : ফুটবল বিশ্বের অন্যতম তারকা আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে জমজমাট আসর শুরুর আগেই আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ছোটাছুটি করতে হচ্ছে আদালতপাড়ায়। কারণ মেসি ও তার বাবা হোর্হে মেসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ।

সেরাদের মধ্যেও সেরা মানা হয় যাকে সেই তিনিই কিনা কোনো চুক্তিতে স্বাক্ষর করার আগে তা পড়েন না। সম্প্রতি তিনি নিজেই এমন খবর জানান বার্সেলোনার আদালতে।

মেসি আদালতে বিচারককে বলেন, ‘আমি আমার বাবাকে বিশ্বাস করি। তিনিই আমার যাবতীয় ব্যবসায় দেখাশোনা করেন। তিনি আমাকে যা করতে বলেন, আমি তাই করি।’

চুক্তিতে স্বাক্ষর করার আগে তা পড়ে নেন কিনা এ বিষয়ে জানতে চাওয়া হলে মেসি বলেন, ‘আমি সবকিছু স্বাক্ষর করে দেই, কিন্তু কখনোই পড়ে নেই না।’ তিনি আরও বলেন, ‘আমি জানি না যে আমি কি স্বাক্ষর করছি।’ বাবার ওপর মেসির পূর্ণ বিশ্বাস রয়েছে। যার ফলে তিনি কখনোই চুক্তিপত্র পড়ে দেখার প্রয়োজন অনুভব করেন না। এমনটাই জানালেন তিনি নিজেই।

মেসি কোন ক্লাবের সঙ্গে চুক্তি করছেন এবং সে চুক্তিতে কি লেখা আছে তার কিছুই নাকি তিনি আগে থেকে দেখেন না। এমনকি কত বছরের জন্য চুক্তি করছেন তাও জানেন না। তার মূল কারণ অবশ্য তার বাবা হোর্হে মেসি। তিনিই নাকি মেসির চুক্তির সবকিছু দেখভাল করেন। আর মেসি শুধু স্বাক্ষর করেন।

উল্লেখ্য, ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে মেসির বিরুদ্ধে ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ রয়েছে। আর সে কারণেই তাকে সেদিন আদালতে হাজির করা হয়। এ ঝামেলা শেষ করেই তিনি কোপা আমেরিকার আসর উপলক্ষে নিজের সতীর্থদের সঙ্গে যোগ দিবেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / এফএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ