শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মসজিদে নববীতে এক দিনে বিতরণ ১৮৩ টন জমজমের পানি কলকাতায় বাংলাদেশি ইলিশের দাম চড়া, আগ্রহ হারাচ্ছে ক্রেতারা মাদরাসাতুল কুরআনে ‍দুই দিনব্যাপী সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত আগামী সরকার জুলাই আত্মত্যাগকে ধারণ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা  ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: এ টি এম আজহার ৩৭ বছরের ইমামকে রাজকীয় বিদায় ইমাম-খতিবদের হয়রানি বন্ধে হেফাজতের ‘বিশেষ সেল’ খোলার আহ্বান এদেশের সব ভালো কাজেই বিএনপির অবদান রয়েছে: মির্জা ফখরুল সংকট এড়িয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান সালাহউদ্দিনের জামায়াতের আমির হামযার বক্তব্যের কড়া প্রতিবাদ মুহসীন হল শিক্ষার্থীদের

ইরাকে নিষিদ্ধ আলজাজিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iraq_aljazeeraইরাকের রাজধানী বাগদাদে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার কার্যালয় বন্ধ করে দিয়েছে ইরাকী যোগাযোগ ও গণমাধ্যম কমিশন। এছাড়া দেশটিতে আলজাজিরার সাংবাদিকদেরও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

আলজাজিরাকে বুধবার পাঠানো এক চিঠিতে প্রশাসনের তরফ থেকে জানানো হয়, ইরাকে কাজ করার জন্য আলজাজিরাকে দেওয়া নিবন্ধন 'সরকারি বিধিমালা, সম্প্রচারমূলক নীতি ও নিয়মকানুন লঙ্ঘন করায়' প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

তবে ইরাকী প্রশাসনের এ সিদ্ধান্তে 'মর্মাহত ও স্তম্ভিত' আলজাজিরা কর্তৃপক্ষ জানিয়েছে, ইরাকে ও বিশ্বজুড়ে আলজাজিরার শ্রোতাদের জন্য ইরাক কাজ করা অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি। ইরাকের সংবিধানে নিশ্চিত করা বাকস্বাধীনতার মাধ্যমে যতো দ্রুত সম্ভব দেশটিতে ফেরার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

ইরাক সরকারের দাবি প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে আলজাজিরা জানিয়েছে, সংবাদ প্রচার ও অনুষ্ঠানমালা সম্প্রচারে পেশাগত সাংবাদিকতার আদর্শ কোনোভাবেই ভঙ্গ করেনি প্রতিষ্ঠানটি। ইরাকে চলমান পরিস্থিতি সম্পর্কে সংবাদ প্রকাশ ও সম্পাদনা নীতিমালায় আলজাজিরা প্রতিশ্রুতিবদ্ধ। পেশাদারিত্বে বরাবরাই আন্তর্জাতিক মান বজায় রেখেছে তারা।

এছাড়া ইরাকী কমিশনটির সিদ্ধান্ত 'ইরাক সরকারের বাকস্বাধীনতার রক্ষার প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক' বলেও মন্তব্য করা হয়েছে বিবৃতিতে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ