সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ।। ২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মানিকগঞ্জে ইসলামী ব্যাংকে আগুন আমরা সেদিনই শান্তি পাব, যেদিন চোখের সামনে হাসিনার মৃত্যুদণ্ড দেখব: নাহিদ ধানমন্ডি ৩২ নম্বরে আবারও উত্তেজনা, পুলিশের ৩ গাড়ি ভাঙচুর ৮টি মসজিদে ইমাম নেবে বাসমাহ ফাউন্ডেশন ফ্যাসিস্ট হাসিনার মৃত্যুদণ্ডের রায় ইতিহাস হয়ে থাকবে: মাওলানা ইউসুফী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশে ভারতের প্রতিক্রিয়া বহিস্কৃত ২৮ নেতাকে দলে ফেরাল বিএনপি ভাসানী-ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে পালিত হয়েছে মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে কিছু কথা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের, জনআকাঙ্ক্ষার প্রতিফলিত হয়েছে : বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

যশোর দারুল আরকাম মাদরাসার মাহফিল কাল, প্রধান অতিথি ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যশোরের দারুল আরকাম মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল আগামীকাল মঙ্গলবার (১৮ নভেম্বর)। মাহফিলে প্রধান অতিথি হিসাবে বয়ান করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, জামিয়া রহমানিয়া আরাবিয়ার শাইখুল হাদিস ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক। 

প্রধান মেহমান হিসেবে এশার নামাজের পরেই বয়ান করবেন হজরত ফিদায়ে মিল্লাত আসআদ আল মাদানী রহ.-এর সাহেবজাদা মাওলানা সাইয়্যেদ মওদুদ মাদানী দেওবন্দ, ভারত।

বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন মাওলানা আতাউল্লাহ আমীন, মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া ওয়াহিদিয়া, মুহাম্মাদপুর ঢাকা; মাওলানা মিজানুর রহমান মোল্লা, মহাপরিচালক, খাদিজাতুল কুবরা মাদরাসা, ভাঙ্গা, ফরিদপুর; মুফতী সেলিমুল্লাহ কাসেমী, শায়খুল হাদীস, জামিয়া ইসলামিয়া মুঈনুল ইসলাম, বারিধারা, ঢাকা; মুফতী আব্দুর রাজ্জাক লক্ষ্মীপুরী, খতিব, আল-আকসা জামে মসজিদ, গাজীপুর।

মাহফিলে সভাপতিত্ব করবেন খুলনা বিভাগীয় কওমী মাদ্রাসা পরিষদের সহ-সভাপতি, দারুল আরকাম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান।

এদিকে মাহফিলকে ঘিরে মাদরাসা থেকে শুরু করে যশোর-মাগুরা মহাসড়ক পর্যন্ত লাইটিংসহ প্যান্ডেল করা হয়েছে। পুরুষের পাশাপাশি মহিলাদেরও বসার ব্যবস্থা করেছেন আয়োজকরা।

 একই সাথে মাহ-ফিলস্থলের রাস্তাসহ মাদরাসার আশেপাশে ইসলামি বই, টুপি, খেলনা, তজবি, আতর, হোটেলসহ বিভিন মালামালের দোকান বসানো হয়েছে।

মঙ্গলবার বাদ আসর থেকে  শহরতলী বাহাদুরপুর মেহগনিতলা মোড় দারুল আরকাম মাদরাসা প্রাঙ্গনে ওয়াজ মাহফিল শুরু হবে চলবে রাত ১১টা পর্যন্ত।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ