মিজবাহ উদ্দীন আরজু, (মহেশখালী প্রতিনিধি)
গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা প্রতিবাদ ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (৯ আগষ্ট) বিকাল ৩ টায় মহেশখালী উপজেলা চত্বরে সাংবাদিক মাওলানা মিজবাহ উদ্দীন আরজু'র পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, মহেশখালী প্রেসক্লাব, মহেশখালী উপজেলা প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) ও জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহেশখালী শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন'র মহেশখালী প্রতিনিধি ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান ও সাহাব উদ্দিন সিকদার।
এতে বক্তব্য রাখেন, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল বশর পারভেজ ও মহেশখালীর সব খবরের সম্পাদক মাহবুব রোকন, মহেশখালী প্রেসক্লাব সহ-সভাপতি সৈয়দ মুস্তাফা আলী, মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম ছালাম উল্লাহ বিএ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহেশখালী শাখার সভাপতি জাহেদ সরওয়ার, সিরাজুল হক সিরাজ, আব্দুর রশিদ, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি এম বশির উল্লাহ, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ফারুক ইকবাল, দৈনিক আজকালের খবর এর প্রতিনিধি ও দৈনিক আমাদের কক্সবাজার এর স্টাফ রিপোর্টার মিজবাহ উদ্দীন আরজু, কালের কণ্ঠ ডিজিটাল প্রতিনিধি রকিয়ত উল্লাহ, দৈনিক কক্সবাজার সংবাদ এর স্টাফ সুব্রত আপন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, দৈনিক অর্থনীতির কাগজের প্রতিনিধি নূরুল করিম, দৈনিক আমাদের কক্সবাজার এর প্রতিনিধি মহিউদ্দিন, দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি হামিদ হোসাইন, আজকের কক্সবাজরের প্রতিনিধিএনামুল হক, জাতীয় সাংবাদিক সংস্থা মহেশখালী উপজেলার সদস্য প্রতিনিধি মারুফ উদ্দিন, দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার প্রতিনিধি শহিদুল ইসলাম লিটন, প্যানোয়া প্রতিনিধি নুরুল আবছার, মহেশখালীর সব খবরের প্রতিনিধি শেখ আব্দুল্লাহ, দৈনিক কক্সবাজার সংবাদ এর প্রতিনিধি সালাউদ্দিন রতন স্থানীয় জাতীয় পত্রিকা, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিসিটিভি ফুটেজে হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের চেহারা স্পষ্টভাবে দেখা গেছে এবং ইতোমধ্যে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তবে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তারা আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা ঘটায় তা প্রশ্নবিদ্ধ হচ্ছে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সত্য তুলে ধরেন। তাদের ওপর হামলা মানে সত্যকে দমন করা এবং স্বৈরাচারী প্রবণতা প্রতিষ্ঠার চেষ্টা। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য আরও বৃদ্ধি পাবে।
শেষে মরহুমের রুহের মাগাফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন, মহেশখালী থানা জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল আবছার।
আরএইচ/