মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ ।। ২৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা ছাড়া দুর্নীতি নির্মূল করা সম্ভব নয় : মাওলানা ইমতিয়াজ আলম বিএনপির সঙ্গে জোট করার বিষয়ে যা বললেন রাশেদ খাঁন মহাসড়কে পড়ে ছিল নৌবাহিনী সদস্যের মরদেহ জামিন পাননি বাউল শিল্পী আবুল সরকার, শাস্তির দাবিতে বিক্ষোভ ‘দীনি শিক্ষাব্যবস্থায় গুণগত মানের ঘাটতি উদ্বেগজনকভাবে বেড়েছে’ আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই : মাসুদ সাঈদী এবার লাখো কণ্ঠে কোরআন তেলাওয়াত আয়োজনের ঘোষণা হুমায়ুনের হিলি স্থলবন্দর দিয়ে ৯০ টন পেঁয়াজ আমদানি মার্কিন দূতাবাসের কর্মকর্তার সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের বৈঠক প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে আইনি নোটিশ

সাংবাদিক হত্যার ঘটনা বিচারহীনতার সংস্কৃতিকে আস্কারা দিচ্ছে - ইসলামী ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরে চাঁদাবাজির ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং চলমান সন্ত্রাস, হত্যা ও অরাজকতার বিরুদ্ধে আজ ৮ আগস্ট বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন শাখা সভাপতি আবু বকর সিদ্দিক এবং সঞ্চালনায় ছিলেন প্রচার ও মিডিয়া সম্পাদক মূঈনুল ইসলাম। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল ও আসন্ন ডাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী  খায়রুল আহসান মারজান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যারা হত্যা করেছে, তারা কেবল একজন সাংবাদিককে নয়। গণমাধ্যমের স্বাধীনতাকে হত্যার চেষ্টা করেছে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এবং ক্ষমতাসীন রাজনৈতিক আশ্রয়ে বেড়ে ওঠা সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তিনি আরো বলেন, দেশে প্রতিনিয়ত খুন, ধর্ষণ, গুম, চাঁদাবাজি ও মাদকের রাজত্ব চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিরোধীদের দমন করায় জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। এতো এতো প্রকাশ্য এবং প্রমান নির্ভর অপরাধের ভয়াবহতা সত্ত্বেও বিচার বিভাগের নিষ্ক্রিয়তা আমাদেরকে ব্যথিত করেছে। এমন অথর্ব ও দায়িত্বজ্ঞানহীন ব্যবস্থা বাংলার মানুষ আর দেখতে চায় না। এর দায়ভার আইন উপদেষ্টাকেও নিতে হবে বলে মন্তব্য করেন খায়রুল আহসান মারজান।

সভাপতির বক্তব্যে শাখা সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, এ অরাজক ও জুলুমের বিরুদ্ধে ঈমানদার, আদর্শবাদী ছাত্রসমাজকে সোচ্চার হতে হবে। কেবল সুশৃঙ্খল প্রতিবাদ নয়, আদর্শ, নৈতিক, ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের সংগ্রামে সক্রিয় হতে হবে। কয়েকদিন আগে মিডফোর্ডে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে একজনকে হত্যা করা হয়েছে। ঐ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। ঐ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় এই নৃশংসতার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। তাই, আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই নৃশংস হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতকরণের জোর দাবি জানাই।

উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মনসূরুল হক শান্ত, প্রকাশনা ও দফতর সম্পাদক সাদমান সাকিব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আফজাল হোসাইন সিয়াম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ