মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ ।। ২৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা ছাড়া দুর্নীতি নির্মূল করা সম্ভব নয় : মাওলানা ইমতিয়াজ আলম বিএনপির সঙ্গে জোট করার বিষয়ে যা বললেন রাশেদ খাঁন মহাসড়কে পড়ে ছিল নৌবাহিনী সদস্যের মরদেহ জামিন পাননি বাউল শিল্পী আবুল সরকার, শাস্তির দাবিতে বিক্ষোভ ‘দীনি শিক্ষাব্যবস্থায় গুণগত মানের ঘাটতি উদ্বেগজনকভাবে বেড়েছে’ আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই : মাসুদ সাঈদী এবার লাখো কণ্ঠে কোরআন তেলাওয়াত আয়োজনের ঘোষণা হুমায়ুনের হিলি স্থলবন্দর দিয়ে ৯০ টন পেঁয়াজ আমদানি মার্কিন দূতাবাসের কর্মকর্তার সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের বৈঠক প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে আইনি নোটিশ

‘সাংবাদিক সমাজ ও প্রতিবাদী জনতা চরম নিরাপত্তাহীনতায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতারের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন মহানগর শাখা।

শুক্রবার (৮ আগস্ট) জুমার নামাজের পর শহরের ডিআইটি জামে মসজিদের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ‘জনসমাগমপূর্ণ স্থা‌নে একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনাটি প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি হয়েছে। ফলে সাংবাদিক সমাজ ও প্রতিবাদী জনতা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

মাসুম বিল্লাহ বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আবারও প্রমাণ হয়েছে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে দেশ এখন সন্ত্রাসী চাঁদাবাজদের দখলে চলে গেছে। এই সন্ত্রাসী, চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষক রাজনৈতিক সামাজিক শক্তিকে প্রতিহত করতে না পারলে দেশের কেউই রেহাই পাবে না।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অনতিবিলন্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার এবং প্রশাসনের প্রতি দাবিও জানান তারা।

সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সামশুল আলম, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম এবং শহর শাখার সভাপতি কবির হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে সবাই জমায়েত হয়ে তুহিনের আত্মার মাগফেরাত কামনায় দোয়ায় শামিল হন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ