চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব আ ন ম নূর রহমান মাদানীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইমাম পরিষদ।
রোববার (১৩ জুলাই) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন মসজিদের ইমামরা।
এ সময় জেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মাহবুবুর রহমান বলেন, হামলাকারী পূর্ব পরিকল্পিতভাবে ইমামকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। যারা হামলাকারীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে অবস্থান নিয়েছেন, তাদেরও শাস্তির আওতায় আনতে হবে। হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে আর কেউ এ ধরনের দুঃসাহস না দেখায়।
এতে আরও বক্তব্য দেন জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ ফরিদী, বড় স্টেশন জামে মসজিদের খতিব মুফতি সিরাজুল ইসলাম ও মাওলানা লেয়াকত হোসাইন।
শুক্রবার জুমার নামাজ শেষে সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব আ ন ম নূর রহমান মাদানীকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন বিল্লাল হোসেনের বিরুদ্ধে। এরপরই তাকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় খতিবের ছেলে আফনান তাকী বাদী হয়ে মামলা করেছেন।
আ ন ম নূরুর রহমান মাদানী শহরের গুনরাজদী এলাকার বাসিন্দা। অপরদিকে বিল্লাল হোসেন সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। শহরের বকুলতলায় তিনি বসবাস করেন এবং সবজির ব্যবসা করেন। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এমএইচ/