শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ।। ৪ মাঘ ১৪৩১ ।। ১৮ রজব ১৪৪৬


ভারতে জাতীয় পতাকা পোড়ানোর প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

ভারতে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো, উগ্রবাদী সংগঠন ইসকনের হামলায় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ মুসলিম সমাজ। শুক্রবার জুমার নামাজের পর নগরীর কাচারি বাজার থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিলটি শেষ হয়। এসময় তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তারা বলেন, বাবরী মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে ভারত। ৫ জুলাইয়ের গণঅভ্যুত্থানকে তারা মেনে নিতে পারছে না। তাদের তাবেদার হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে নেমেছে।

বক্তারা আরও বলেন, ভারতীয় সকল পণ্য এবং মিডিয়া বর্জন করতে হবে। উগ্রবাদী সংগঠন ইসকনকে দ্রুত সময়ে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। তারা বলেন, ভারতের বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা পুড়িয়ে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে ভারত ও পতিত শেখ হাসিনা। কিন্তু বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কোনোভাবেই ভারতের উস্কানিতে পা দেবে না। একই সাথে ভারতের বাংলাদেশবিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করার আহ্বান জানান বক্তারা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ