বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ।। ২৮ কার্তিক ১৪৩২ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজশাহীর ঘটনা নিন্দনীয় ও অমানবিক : প্রধান বিচারপতি কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর বিচারকের সন্তান হত্যার ঘটনায় আইন উপদেষ্টার নিন্দা, পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ড. জ্ঞানশ্রী মহাথেরোর প্রয়াণে ধর্ম উপদেষ্টার শোক একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন জাতির সাথে তামাশার শামিল: পীর সাহেব চরমোনাই ১৫ নভেম্বর খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল লক্ষ্যে সিলেটে বিক্ষোভ প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশবাসী উজ্জীবিত: লেবার পার্টি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সংস্কারের প্রত্যাশা পূরণে একধাপ অগ্রগতি: খেলাফত মজলিস  সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সকল ধর্ম বর্ণের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ঝুঁকিতে ফেলেছে সরকার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির বিশাল কর্মী সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার

দলের সকল নেতাকর্মীদের মধ্যে থাকা ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে তৃণমূল থেকে শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, এদেশে কি আর আওয়ামীলীগ- নৌকা বলে কোনও কিছু আছে? এরা দেশ ছেড়ে পালিয়েছে!

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছেন-আপনারা যারা বিগত আন্দোলনে মামলা মোকদ্দমায় জর্জরিত হয়েছেন, জেল জুলুম নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে প্রাধান্য দিয়েই আগামিতে আমরা কমিটি করবো।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম বেলালের সঞ্চালনায় এবং জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে শ্রীমঙ্গল উপজেলা ও  পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান (ভিপি মিজান) ও এডভোকেট আবেদ রাজা।

আরও বক্তব্য রাখেন-জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল কর্মী সমাবেশের প্রধান সমন্বয়ক মোয়াজ্জেম হোসেন মাতুক ও সমন্বয়ক গাজী মারুফ, জেলা আহবায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন বাদশা, আব্দুল মুকিত, আব্দুল ওয়ালি সিদ্দিকি, মুহিতুর রহমান হেলাল, হেলু মিয়া, বকসি মিছবাউর রহমান, মনোয়ার আহমেদ রহমান, মোঃ মহসিন মিয়া মধু, মতিন বক্স, স্বাগত কিশোর দাশ চৌধুরী, মো. ফখরুল ইসলাম, আনিসুজ্জামান বায়েছ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী, মোঃ তাজ উদ্দিন (তাজু) প্রমুখ বক্তব্য রাখেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ