বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি

শিক্ষার্থীদের সংর্বধনা দিলো কালারমারছড়া সাধারণ ছাত্র ঐক্য পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি

মহেশখালীতে ‘কালারমার ছড়া সাধারণ ছাত্র ঐক্য পরিষদ‘র উদ্যোগে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংর্বধনা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১অক্টোবর) বিকাল ৩টায় মহেশখালী উপজেলার কালারমারছড়া ঝাপুয়া আল ঈমান মহিলা আলিম মাদরাসার হল কক্ষে পরিষদের সদস্য আরিফুল ইসলাম বিজয়ের সঞ্চালনায় ও সাইদ হোসানের কোরআন তেলওয়াতের মাধ্যমে এ সেমিনার আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন- মহেশখালীর কৃতি সন্তান, লেখক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ মুহিবুল্লাহ সিদ্দিকী।

সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ১২০ জন জিপিএ-৫ ও কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও প্রাইজমানিসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন- মহেশখালীর কৃতি সন্তান, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল হাসেম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আমার মা স্বপ্ন দেখেছিলেন আমি ম্যাজিস্ট্রেট হবো এবং আমার মায়ের দেখা স্বপ্ন আমিও দেখেছি। সেই স্বপ্নের লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করেছি৷ পরিশেষে আমি ম্যাজিস্ট্রেট হয়েছি। শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নের কোন বিকল্প নেই বলে জানান তিনি। 

বিশেষ অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য মহেশখালীর গুণী মানুষদের উপস্থিত করেছি, যাতে তাদের দেখে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের পরিকল্পনা করে মহেশখালীর মান উজ্জ্বল করতে পারে। 

এছাড়াও বক্তব্য রাখেন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জিয়াউল করিম জিয়া, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা, সহকারী কমিশনার (ভূমি) দিপক ত্রিপুরা চাকমা, মাওলানা আমিনুল হক, মাওলানা সাইফুল্লাহ মাদানী।

উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন- ত্বকি ওসমান ত্বকী, শাহবাজ খান, জিসান, রাশেদ হোসাইন, সোহরাব, মুহাম্মদ মুহসিন, রেজাউলসহ আরও অনেকেই।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ