সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

‘বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নেত্রী খালেদা জিয়া’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা ৫ আগস্ট দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। বাংলাদেশ সবচেয়ে নির্যাতিত নেত্রী বেগম খালেদা জিয়া। মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে গ্রেফতার করেছিল। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে বাধা দিয়েছে। খালেদা জিয়ার ছোটে ছেলে আরাফাত রহমান কোকোকে নির্যাতন করে মৃত্যুার দিকে ঠেলে দিয়েছে। তিনি দেশের মানুষের কথা চিন্তা করে বিদেশে যেতে রাজি হননি।

বাদশা বলেন, আমরা প্রধান উপদেষ্টা ড. ইউনুছকে যৌক্তিক সময় দিতে চাই। দ্রুত সংস্কার শেষে করে নিদর্লীয় সরকারের অধীনে নির্বাচন দিন। জনগণের সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয়। শেখ হাসিনা দেশের মানুষের বাকস্বাধীনাতা বন্ধ করে। দেশে আইনের শাসন ব্যবস্থা ধ্বংস করেছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। সংবাদপত্র ও মিডিয়ার স্বাধীনতা বন্ধ করেছে। শেখ হাসিনা অহংকার করে বলেছিল- ৪২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। অথচ তার নেতাকর্মীদের বিপদে রেখে পরিবার নিয়ে ভারতে পালিয়ে গেছে।

বুধবার বগুড়া শহর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য দেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মাহবুবর রহমান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, আব্দুল বাছেদ, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সম্পাদক নাজমা আক্তার, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক ময়নুল হক বকুল, জেলা তাঁতী দলের সভাপতি সরোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ