বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

ঢাকায় অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজার প্রতিনিধি 

ঢাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে অপহরণের এক মাস পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, রোববার মধ্যরাতে কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয়েছে আব্দুল আলীম মীর্জা শান্ত (৩২) নামে একজনকে। তার বাড়ি বরিশালের মুলাদী উপজেলার জলক্ষ্মীপুর গ্রামে।

মামলার নথি অনুযায়ী, ঢাকার কোতোয়ালি থানার বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেট এলাকায় গত ২৭ সেপ্টেম্বর এই অপহরণের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী স্কুলছাত্রীর ফুপি সাহিদা বেগমের বাসায় বেড়াতে গিয়েছিল এবং ওই দিন সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর তাকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। 

তদন্তে জানা যায়, অভিযুক্ত আব্দুল আলীম মীর্জা শান্তসহ আরও অজ্ঞাত ২-৩ জন ব্যক্তি স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায়।

অপহরণের পর স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও স্কুলছাত্রীর সন্ধান পাননি। এরপর, গত ৪ অক্টোবর সাহিদা বেগম কোতোয়ালি থানায় এজাহার করেন। মামলা নথিভুক্ত হওয়ার পর র‌্যাব তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চালায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ