সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
রিমান্ডে নেওয়ার সময় কারাগারের গেটে আওয়ামী লীগ নেতার মৃত্যু যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ ঢাকা-৮ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী ফয়সালের মনোনয়ন সংগ্রহ শহীদ ওসমান হাদির নামে রাখা হলো যমজ সন্তানের নাম উঠানে বাবার লাশ, সম্পত্তি ভাগাভাগির সালিশে ব্যস্ত ৮ সন্তান রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা যেন পাশের দেশে আশ্রয় না পায় প্ল্যাটফর্ম থেকে তরুণীকে ট্রেনে তুলে নিয়ে ধর্ষণ, ভারতীয় সেনাসদস্য গ্রেপ্তার নীরবে মদের বিক্রি বাড়াচ্ছে সৌদি আরব গ্রিস উপকূলে নৌকা থেকে ৪৩৭ জন বাংলাদেশি অভিবাসী উদ্ধার ইসরায়েলের কারাগারে কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ

সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাসূল সা. এর আদর্শ অনুসরণের বিকল্প নেই: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন, যদি সত্যিকার অর্থে সমাজের প্রতিটি বৈষম্য দূর করতে হয়; তাহলে নিজেদের জীবনে রাসূল সা. আদর্শই একমাত্র পথ এবং এর অনুসরণ, অনুকরণ ও বাস্তবায়নের বিকল্প নেই।

রবিবার (১৩ অক্টোবর ) রাতে বিয়ানীবাজারের লাউতার বারইগ্রাম বাজারে যুব জমিয়ত আয়োজিত সিরাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুব জমিয়ত লাউতা ইউনিয়নের সভাপতি মাওলানা হেলাল আহমদের সভাপতিত্বে ও জমিয়তে উলামায়ে ইসলাম লাউতা ইউনিয়নের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সিরাত কনফারেন্সে প্রধান আলোচকের বক্তৃতা দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ।

তিনি তার বক্তব্যে বলেন, মহানবী সা. পৃথিবীর একমাত্র সেরা রাষ্ট্রনায়ক। তাঁর দেখানো পথে মুক্তি রয়েছে এর বাহিরে অন্য পথে নেই। মহানবী সা. -এর রাষ্ট্র পরিচালনা পদ্ধতিকে সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে। রাষ্ট্রের প্রতিটি সেক্টরের দায়িত্বশীলদেরকে মহানবী সা. এর আদর্শ সামনে রেখে শাসনব্যবস্থাকে সাজাতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মুফতি আলী হাসান ওসামা, মাওলানা মুজাহিদুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমী, যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক হা. মাওলানা দিলওয়ার হোসাইন।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার উপজেলার সভাপতি মাওলানা শায়খ আতিকুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম লাউতা ইউনিয়নের সভাপতি মাওলানা জালাল উদ্দিন, সহসভাপতি মাওলানা সাহাব উদ্দিন, শ্রমিক জমিয়ত মৌলভীবাজার জেলার আহ্বায়ক মাওলানা জামিল আহমদ কাঞ্চনপুরী, সিলেট জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মনসুর আহমদ, ফ্রান্স জমিয়তের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমূখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ