শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মুসলিম সমাজের দুর্ভাগ্য অনুসারীদের নিয়ে হেফাজতের মহাসমাবেশে থাকবেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু আগামী সাত মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রেস সচিব হেফাজতের মহাসমাবেশে ছারছীনার পীরের সমর্থন মক্কায় বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা, হজযাত্রীদের নিয়ে শঙ্কা হার্ভার্ডের ৯২ শতাংশ মুসলিম শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন  যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ গাজায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি শহীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘পরিস্থিতি বিপর্যয়কর’

নবাবগঞ্জে বজ্রপাতে দুই বেয়াইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী,
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় করলা ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার পদুমহার গ্রামের জবান আলীর ছেলে মোঃ রাজা মিয়া (৪৫), অপরজন ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা গ্রামের মোঃ শাহজাহান আলী।  সম্পর্কে তারা দুই বেয়াই।

পুলিশ ও  স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার  ঘোড়াঘাট উপজেলার শাহজাহান আলী বেয়াই রাজা মিয়ার বাড়িতে বেড়াতে আসেন।বিকালে ৫ টার  দিকে দুই বেয়াই মিলে গ্রামের পাশে করলা খেতে কাজ করতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে ক্ষেতের পাশে শ্যালো মেশিনের সেচ পাম্পের টিনের ছাউনি ঘরে আশ্রয় নেন এ সময় বজ্রপাত হলে  ঘটনাস্থল তারা দুজনে মারা যায়। তখনও ঘটনাটি জানাজানি হয়নি। এদিকে রাত হয়ে গেলে দুই বিয়াই বাড়িতে না আসায় তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে হাট-বাজার আশেপাশে কোথাও তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাত সারে ১০  টার দিকে পরিবারের লোকজনদের মনে পড়ে দুই বিয়াই মিলে করলা খেতে কাজ করতে গেছিলেন। সেখানে গিয়ে পরিবারের লোকজন দেখেন দুই বেয়াই মৃত অবস্থায় পড়ে আছেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, দুই বিয়াই মিলে করলা খেত যায় এসময় বৃষ্টি শুরু হলে তারা দুই বিয়াই মিলে খেতের পাশে সেচ পাম্পের টিনের ছাউনি আলা ঘরে আশ্রয় নিতে গেলে বজ্রপাতে তাদের ঘটনাস্থলে মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘটনা স্থলের আলামত দেখে আমাদের মনে হয় এটি বজ্রপাতের মৃত্যু হয়েছে আর পাশের একটি গাছ বজ্রপাতের ফেটে গেছে। আপত্তি না থাকায় মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ