বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
বিএনপির শ্রমিক সমাবেশ জনসমুদ্র, বক্তব্য রাখছেন শীর্ষ নেতারা শ্রমিকদের অবস্থা পরিবর্তন না করে বাংলাদেশ গড়া সম্ভব নয় : প্রধান উপদেষ্টা ৬ষ্ঠ বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক শিগগিরই ইস্যু হচ্ছে হেফাজতের মহাসমাবেশ সফল করতে হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের আহ্বান ইসরায়েলে আগুন ছড়িয়ে পড়েছে শ্রমিকের অধিকার ও মর্যাদা  নিশ্চিত করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ কীভাবে সংকলিত হয়, কেন গুরুত্বপূর্ণ সৌদি পৌঁছেছেন সাড়ে ৯ হাজার হজযাত্রী ‘আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না’ হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর উপন্যাসে মুসলমানদের গৌরবোজ্জ্বল অতীত তুলে ধরেন তিনি

হেফাজতে ইসলামের সাভার জোনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশ সাভার আশুলিয়া ধামরাই জোনের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৬ আগস্ট) সকাল আটটায় সাভারের জামিয়া ইসলামিয়া হারুনিয়া মাদরাসা মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাভার জোনের আহ্বায়ক ও যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা মাহফুজুর রহমান, মুফতি আমিনুল ইসলাম কাসেমী, মুফতি নাজমুল হাসান বিন নূরী ও মাহফুজ হায়দার কাসেমীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হেফাজতের নায়েবে আমীর ও বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা আশিকুর রহমান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ, অর্থ সম্পাদক মুফতি মুনীর হোসাইন কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, দপ্তর সম্পাদক মুফতি আফসার মাহমুদ।

স্থানীয় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল্লাহ, মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা শাহেদ জহিরী, মাওলানা আলী আশরাফ তৈয়ব, মাওলানা সালীমুল্লাহ, মুফতি আব্দুল বারী, মুফতি আবুল হোসাইন, মুফতি সালাহ উদ্দিন, মুফতি মাহবুব বিন খুরশিদ আলম, মাওলানা বজলুর রহমান বাদশাহ, মাওলানা মহিউদ্দিন, মুফতি সুলতান মাহমুদ, মুফতি আলী আকরাম, মুফতি আবদুল্লাহ ফিরোজী, মুফতি হাবিবুল্লাহ আশরাফ, মুফতি আমিনুল হক প্রমুখ।

সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের সম্মিলিত সিদ্ধান্তে হাফেজ মাওলানা আলী আকবর কাসেমীকে সভাপতি, মাওলানা মাহফুজুর রহমানকে সিনিয়র সহ সভাপতি, মাওলানা আলী আজমকে সাধারণ সম্পাদক ও মুফতি আমিনুল ইসলাম কাসেমীকে সাংগঠনিক সম্পাদক করে সাভার জোনের কমিটি ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহফুজুল হক হেফাজতের তেরো দফা দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ