শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বিএনপিকে ‘চাঁদাবাজি ও খুনাখুনির’ রাজনীতি বন্ধ করতে বলল হেফাজত পাথর মেরে হত্যার নিন্দা ও পিআর পদ্ধতির নির্বাচন প্রত্যাখ্যান জমিয়তের ইয়ামিনকে গুলি করা সেই পুলিশ সদস্য গ্রেপ্তার ‘চাঁদাবাজিতে আতঙ্কগ্রস্ত জাতি, আইনের শাসন প্রতিষ্ঠায় আমূল সংস্কার প্রয়োজন’ মিডফোর্ড হত্যাকাণ্ড আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে: শায়খে চরমোনাই গাজায় ইসরায়েলি ব্যর্থতা ও প্রতিরোধ আন্দোলনের কৌশলগত উত্থান জুলাই যোদ্ধাদের ‘জাতীয় বীর’ উপাধি দিতে হবে: মাওলানা রফিকুল ইসলাম খান ‘নতুন বাংলাদেশে চাঁদাবাজ ও খুনিদের ঠাঁই হবে না’ ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ দেশ নিয়ে এখনো অদৃশ্য চক্র ষড়যন্ত্র করছে : তারেক রহমান

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ১৪ কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ১৪ কিশোর

মুস্তাকিম আল মুনতাজ (মৌলভীবাজার প্রতিনিধি) : মৌলভীবাজারের কুলাউড়ায় টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে ১৪ কিশোর পেল বাইসাইকেলসহ আকর্ষণীয় পুরস্কার।

বৃহস্পতিবার (১১জুলাই) বিকেল ৩টায় কাদিপুর ইসলামি যুব সংঘের উদ্যোগে পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেয়া হয়।  

কাদিপুর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা জুবায়ের আহমদ জুবেলের সঞ্চালনায় ও সভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।

জানা গেছে, কাদিপুর ইসলামি যুব সংঘের উদ্যোগে কিশোরদের নামাজে উৎসাহিত করতে ৪০দিন পাঁচ ওয়াক্ত জামাতের সঙ্গে আদায়ের শর্ত দেওয়া হয়। এতে সফল হয় ১৩ কিশোর। এ সময় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মধ্যে বাইসাইকেল এবং অন্যান্যদের মধ্যে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ বলেন, এমন উদ্যোগ আমাদের সমাজকে সুন্দর করবে। এতে শিশুরা নামাজে আগ্রহী হবে। তাদের দেথে অন্যরাও নামাজে আসবে।

তিনি বলেন, তরুণ যুবকরা অসৎপথ ছেড়ে নামাজের দিকে ধাবিত হচ্ছে। এটা ভালো দিক। এসময় তিনি তরুণদের মাদক ছেড়ে  পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল হবার আহব্বান জানান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা মুফতী মোহাম্মদ জাকারিয়া, নাশিদ পরিবেশন করেন কলরব শিল্পী হাফিজ ফখরুল ইসলাম ফুআজ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, অনুষ্ঠানে প্রবাসী ও হিফজ সম্পন্নকারীদেরও সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি খিদমাহ ব্লাড ব্যাংকের সহযোগিতায় ২শতাধিক মানুষের সেচ্ছায় রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ