শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বিএনপিকে ‘চাঁদাবাজি ও খুনাখুনির’ রাজনীতি বন্ধ করতে বলল হেফাজত পাথর মেরে হত্যার নিন্দা ও পিআর পদ্ধতির নির্বাচন প্রত্যাখ্যান জমিয়তের ইয়ামিনকে গুলি করা সেই পুলিশ সদস্য গ্রেপ্তার ‘চাঁদাবাজিতে আতঙ্কগ্রস্ত জাতি, আইনের শাসন প্রতিষ্ঠায় আমূল সংস্কার প্রয়োজন’ মিডফোর্ড হত্যাকাণ্ড আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে: শায়খে চরমোনাই গাজায় ইসরায়েলি ব্যর্থতা ও প্রতিরোধ আন্দোলনের কৌশলগত উত্থান জুলাই যোদ্ধাদের ‘জাতীয় বীর’ উপাধি দিতে হবে: মাওলানা রফিকুল ইসলাম খান ‘নতুন বাংলাদেশে চাঁদাবাজ ও খুনিদের ঠাঁই হবে না’ ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ দেশ নিয়ে এখনো অদৃশ্য চক্র ষড়যন্ত্র করছে : তারেক রহমান

ভারতের সঙ্গে ‘অসম চুক্তি’ বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ (মৌলভীবাজার প্রতিনিধি): সম্প্রতি ভারতের সঙ্গে রেল যোগাযোগসহ দুই দেশের সরকার প্রধানদের মধ্যে যেসব চুক্তি স্বাক্ষর হয়েছে সেগুলোকে ‘অসম চুক্তি’ হিসেবে আখ্যা দিয়েছে সিলেট মৌলভীবাজার ইসলামী আন্দোলন বাংলাদেশ। অনতিবিলম্বে এসব চুক্তি বাতিলের দাবি জানিয়েছে তাঁরা। 

শুক্রবার (৫জুলাই) বাদ জুম'আ মৌলভীবাজার শহরের কুসুমবাগ পয়েন্টে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ‘ভারতের সঙ্গে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবি’তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে বক্তারা এসব দাবি জানান। 

মিছিলটি কুসুমবাগ পয়েন্ট থেকে সামনে অগ্রসর হলে প্রশাসনের হস্তক্ষেপে পরিপূর্ণভাবে করা সম্ভব হয়নি। পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয়। 

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থের বিরুদ্ধে বিভিন্ন চুক্তি করা হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে রেল করিডর। এটি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। দেশের জনগণের স্বার্থ উপেক্ষা করে চুক্তি করা হয়েছে।’ 

অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন— সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুলাইমান আহমদ, জেলা আন্দোলন সহ-সম্পাদক হাফিজ মাওলানা জিয়াউর রহমান (নকিব), ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার সদর শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসহাক আহমদ, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ জুবেল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ