শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বিএনপিকে ‘চাঁদাবাজি ও খুনাখুনির’ রাজনীতি বন্ধ করতে বলল হেফাজত পাথর মেরে হত্যার নিন্দা ও পিআর পদ্ধতির নির্বাচন প্রত্যাখ্যান জমিয়তের ইয়ামিনকে গুলি করা সেই পুলিশ সদস্য গ্রেপ্তার ‘চাঁদাবাজিতে আতঙ্কগ্রস্ত জাতি, আইনের শাসন প্রতিষ্ঠায় আমূল সংস্কার প্রয়োজন’ মিডফোর্ড হত্যাকাণ্ড আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে: শায়খে চরমোনাই গাজায় ইসরায়েলি ব্যর্থতা ও প্রতিরোধ আন্দোলনের কৌশলগত উত্থান জুলাই যোদ্ধাদের ‘জাতীয় বীর’ উপাধি দিতে হবে: মাওলানা রফিকুল ইসলাম খান ‘নতুন বাংলাদেশে চাঁদাবাজ ও খুনিদের ঠাঁই হবে না’ ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ দেশ নিয়ে এখনো অদৃশ্য চক্র ষড়যন্ত্র করছে : তারেক রহমান

৪৯ বছর ইমামতির পর ইমামের রাজকীয় বিদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘ ৪৯ বছর ইমাতি করার পর রাজকীয় ভাবে বিদায় দেওয়া হয়েছে রাজবাড়ী সদর উপজেলার বানীবহ উত্তর নারুয়াপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব কারী মো. তছলিম উদ্দিন মিয়াকে। বিদায়ী ইমাম কারী মো. তছলিম উদ্দিন মিয়া, দীর্ঘ ৪৯ বছর বানীবহ উত্তর নারুয়াপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন তিনি।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ২ টার দিকে বানীবহ উত্তর নারুয়াপাড়া বাইতুন নূর জামে মসজিদে মসজিদ কমিটির উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন বানীবহ ইউনিয়ন ইমাম কমিটির উপদেষ্টা মাওলানা ইউসুফ নোমানী, সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সহ-সভাপতি মাওলানা লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসেম বেলালী, শিক্ষা ও সাহিত্য সম্পাদক ও বেথুলিয়া বিএস কামিল মাদ্রাসার প্রভাষক হাফেজ মাওলানা দেলাওয়ার হোসাইন, সদস্য হাফেজ মো. আসাদুজ্জামান আসাদ, মসজিদ কমিটির সভাপতি মো. আবু হাসান, কমিটির সাধারণ সম্পাদক মো. ইয়াকুব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. নূর নবী।

আলোচনা সভায় বক্তারা বিদায়ী ইমামকে নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে বিদায়ী ইমামকে নগদ ২০ হাজার টাকাসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

আলোচনা শেষে বিদায়ী ইমামকে নিয়ে একটি মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি মসজিদ থেকে শুরু হয়ে বানীবহ বাজার হয়ে পুনরায় মসজিদের সামনে এসে শেষ হয়।

বিদায়ী ইমাম কারী মো. তসলিম উদ্দিন মিয়া বলেন, আমি দীর্ঘ ৪৯ বছর এই মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছি। আমি চেষ্টা করেছি সবসময় আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করার। আজ আমি ইমামতি থেকে অবসর নিলাম। মসজিদ কমিটি আমাকে যেভাবে বিদায় সংবর্ধনা দিলো তাতে আমি অভিভূত। শেষ বয়সে এসে এমন সম্মান পেয়ে আমি খুবই আনন্দিত।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ