বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

চুয়াডাঙ্গায় নামল ৬.৬ ডিগ্রিতে তাপমাত্রা, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। ফলে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গাবাসী।

আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যেটি এ জেলায় মৌসুমেরও সর্বনিম্ন তাপমাত্রা। মাঝারি শৈত্য প্রবাহের কারণে জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিলো ৬ দশমিক ৮ ডিগ্রি। তাপমাত্রা নেমে শীত বেশি অনুভূত হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক জানান, চলতি মাসের শেষ ১২ দিনের মধ্যে ৬ দিন জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে। এরমধ্যে গত ১২ জানুয়ারি জেলার তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৬, পরদিন ১৩ জানুয়ারি ছিলো ৯ দশমিক ৫, এরপর ১৪ জানুয়ারি ছিলো ৯ দশমিক ৭, একদিন বিরতি দিয়ে ১৭ জানুয়ারি ছিলো ৯ দশমিক ৮, পরে ২২ জানুয়ারি ছিলো ৯ দশমিক ৫ এবং আজ ২৩ জানুয়ারি ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জাহিদুল হক জানান, দেশের উপকূলীয় এলাকায় আজ ও আগামীকাল মেঘমালা সৃষ্টির পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সারাদেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ