মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

বানিয়াচংয়ে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

॥ আবদুর রউফ আশরাফ॥

হবিগঞ্জের বানিয়াচংয়ে মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকার সময় বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঙ্গুর মিয়া, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আকবর চৌধুরী, পারভীন আক্তার খানম, আহসান হাবিব মানিক, মোঃ আবু তাহের, আব্দুস সজিব খান, রানালাল দাশ, হেমায়েত আলী খান, জাকির হোসেন, সাদিকুর রহমানসহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক।

অনুষ্ঠানের শুরুতে সভাপতি ও অতিথিবৃন্দের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেছেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া ও সুপ্রিম কোর্টের একজন আইনজীবি। আর আমার বড় পরিচয় হচ্ছে আমি একজন শিক্ষকের সন্তান। আমার বাবা এই আসনের সাবেক এমপি মরহুম শরীফ উদ্দিন আহমদ ও ছিলেন একজন শিক্ষক।

তিনি বলেন, ছাত্র জীবনে আমি ও অনেক প্রতিযোগিতায় অংশ নিয়েছি। শরীর ও মন ভালো রাখতে খেলাধুলার  বিকল্প নেই। খেলাধুলায় যুব সমাজতথা ছাত্রছাত্রীদের বিপদগামী হওয়া  থেকে রক্ষা করে।

তিনি আরো বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে লেখা পড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের অভিন্দন জানানোর পাশাপাশি আগামীতে সরকারীভাবে অনুষ্ঠিত সকল ক্রীড়া প্রতিযোগিতায় সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ