সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

নবাবগঞ্জে আগুনে পুড়ে ১২ টি দোকানের ৭৫ লাখ টাকার মালামাল ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে আগুন লেগে প্রায় ১২ টি দোকান পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার  (১১ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার ভাদুরিয়া বাজারের চৌরাস্তার মোড়ে আব্দুল্লার মুদি ও বেকারির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে  অগুন লাগে।পরে মুহূর্তেই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়লে মুদির দোকান, ইলেক্ট্রনিক্সের দোকান, ঔষধের দোকান, ফলের দোকান, মনোহারীর দোকান সহ যমুনা ও মিনিস্টার শোরুমের দোকানে আগুন লাগে।  এতে করে ১২ টি দোকান আগুনে পুড়ে  প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের দু'টি এবং বিরামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ  ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম ।

মুদি দোকানী আজাহার ইসলামের ছেলে মুন্না ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত দোকানে এসে দেখি দাউ দাউ করে চোখের সামনে আগুন জ্বলে দোকানে সব মালামাল পুড়ে যাচ্ছে, তাৎক্ষণিকভাবে ট্রিপল নাইনে ( ৯৯৯) ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর আগেই দোকানে সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। 

নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আগুনের সূত্রপাত এখনও নির্দিষ্ট করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লেগেছে। 

তিনি আরও বলেন, মুদি দোকানে জ্বালানী তেল এবং শোরুমে থাকা ফ্রিজের কম্প্রেসার থাকায় আগুন তাড়াতাড়ি ছড়িয়েছে। এঘটনায় বর্তমানে রাস্তায় যানচলাচল ও পরিস্থিতি স্বাভাবিক।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ