সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ।। ৩ কার্তিক ১৪৩২ ।। ২৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ওমরায় গেলেন জামায়াতে ইসলামীর আমির ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে এক টাকাও লুটপাট হবে না: শায়খে চরমোনাই কোরআন অবমাননার দায় স্বীকার সেই অপূর্ব পালের জামায়াত-ইসলামী আন্দোলনসহ সমমনা দলগুলোর কর্মসূচি ঘোষণা তুরস্কে স্কলারশিপ পেলেন ৫ শিক্ষার্থী, এমবিএম ফাউন্ডেশনের সংবর্ধনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা ফজলুর রহমান সিলেটে আসছেন ১৭ নভেম্বর জামায়াতের নির্বাচনি সভা ভণ্ডুল করে দিলেন বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় দুই মাদরাসা শিক্ষককে হয়রানি, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁদা না পেয়ে মসজিদের ইমামকে মারধর, স্ত্রীকে শ্লীলতাহানি ৫ দফা দাবিতে আন্দোলনরত দলসমূহের যৌথ সংবাদ সম্মেলন

‘আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর সঙ্গে সংহতি গড়ে বাংলাদেশকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর সঙ্গে সংহতি গড়ে তুলে নিজেদের মিত্রদের নিয়ে বাংলাদেশকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

বুধবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মাওলানা মামুনুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সেকল মিত্র রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে ভারতের চারিপাশে যেসকল রাষ্ট্রগুলো ভারত তার নীতির কারণে প্রত্যাখ্যাত হয়েছে, শ্রীলঙ্কা, মালদ্বীপসহ আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর সঙ্গে সংহতি গড়ে তুলে ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে মিত্রদেরকে নিয়ে নিজেদের শক্তিশালী করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। আমরা আশা করি যে, এ বিষয়ে আগামীতে সেসব পদক্ষেপ দেখা যাবে, ইনশাআল্লাহ।

মাওলানা মামুনুল হক বলেন, আজকে যে বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হয়েছে, ভারত এবং বাংলাদেশ নিয়ে ভারত নীতি, ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা ও আমাদের জাতীয় পতাকার প্রতি অবমাননামূলক যে আচরণ করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, ভারতের মিডিয়া ও তাদের বিভিন্ন ব্যক্তিদের যেসব বক্তব্য এসেছে এসবের তীব্র সমালোচনা এবং নিন্দা জ্ঞাপন করা হয়েছে। সেই সাথে ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকারের সাহসী পদক্ষেপের সাথে সকল রাজনৈতিক দল একমত পোষণ করেছে। তাদেরকে সাহস যুগিয়েছে। ভবিষ্যতে যে কোনো পদক্ষেপের সঙ্গে একমত থাকবে, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তিনি জানান, ভারতের অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নিতে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে যথাযথ ভূমিকা নিতে ও বাংলাদেশের অবস্থান তুলে ধরতে সরকারকে অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সকল সংকীর্ণতার উর্ধে্ব সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে আমরা রিপ্রিজেন করব, সে বিষয়ে সকলের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ