মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে জমিয়তের মতবিনিময় সাড়ে ৮ মাসে হাফেজ হলো সাত বছরের মিজানুর রহমান সাভারে বিএনপির প্রার্থীর সঙ্গে জমিয়তের মতবিনিময়

চরমোনাই পীরের সঙ্গে মাওলানা মামুনুল হকের বৈঠক, আলোচনায় ‘আলেম প্রতিনিধি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
চরমোনাই পীরের সঙ্গে মাওলানা মামুনুল হকের বৈঠক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করীম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিনিময় করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক।

আজ বুধবার (৭ আগস্ট) সন্ধায় পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এ সৌজন্য বিনিময় অনুষ্ঠিত হয়।

মাওলানা মামুনুল হকের নেতৃত্বে সৌজন্য বিনিময়ে সাক্ষাৎ করতে আসেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম’র সঙ্গে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ প্রমুখ নেতৃত্ববৃন্দ।

এছাড়া সাক্ষাৎ বিনিময়ে উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পার্টির মহাসচিব ও হেফাজত নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

সৌজন্য সাক্ষাৎ কী নিয়ে অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে মাওলানা জালালুদ্দীন আহমদ আওয়ার ইসলামকে জানান, ‘আমরা গিয়েছিলাম দেখা করতে। এ সাক্ষাৎ সৌজন্যমূলক। আমরা এলাম, চা পান করলাম।’

সাক্ষাতে কী নিয়ে আলোচনা হয়েছে এ বিষয়ে এ শায়খে চরমোনাইয়ের একান্ত সচিব মাওলানা আবু বকর সিদ্দিক আওয়ার ইসলামকে জানান, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠন, আলেম প্রতিনিধির প্রস্তাব ইত্যাদি চলমান প্রেক্ষাপটে করণীয় নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে।’

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, বৈঠকে ‘অন্তর্বর্তীকালীন সরকারে একজন গ্রহণযোগ্য আলেম প্রতিনিধির ব্যাপারে সবাই জোরালো মনোভাব ব্যক্ত করেছেন’।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ