সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

হেফজশিক্ষক মাওলানা নূরুল আলমকে বাঁচাতে এগিয়ে আসুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারাজীবন পড়িয়েছেন হেফজখানায়। থেকেছেন কুরআনের পরশে। গড়েছেন কোমলমতি হাফেজে কুরআন। বানিয়েছেন অসংখ্য কুরআনের পাখি। আজ তিনি অসহায়। ভুগছেন অসুস্থতায়। চিকিৎসার অভাবে ঘুরছেন মানুষের দারে দারে। ডান পায়ে স্পণ্ডসেন্স ও কানের পর্দা ফুটো হওয়ায় ঠিকমতো চলতে ও কোনো কথা শুনতে পান না তিনি।

হেফজশিক্ষক এ আলেমের নাম হাফেজ নূরুল আলম। বয়স ৩৯। গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের কাজীপাড়ায়। বর্তমানে তিনি সাভার জেলার জিরানী বাজারে অবস্থান করছেন। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ভারতের মাদ্রাজে গিয়েছিলেন তিনি। কিন্তু টাকার অভাবে চিকিৎসা সমাপ্ত না করেই দেশে ফিরতে হয় তাকে।

ডাক্তার জানিয়েছে, দ্রুত চিকিৎসা না করলে তার ডান পা একেবারেই অকেজো হয়ে পড়বে। শ্রবণশক্তি হারিয়ে ফেলবেন আজীবনের জন্য। কোনোকিছুই শুনতে পাবেন না আর। চিকিৎসা বাবদ ডাক্তার সম্ভাব্য চার লাখ টাকার একটি বাজেট দিয়েছেন। এ সামান্য টাকার কারণে আজ তিনি কর্মক্ষম। স্ত্রী-সন্তান নিয়ে কঠিন কষ্টের মাঝে দিনাতিপাত করছেন।

এমন পরিস্থিতিতে হাফেজ নূরুল আলম দেশের বিত্তবান লোকদের কাছে সাহায্যের আবেদন করেছেন। সমাজের সামর্থবান লোকেরা যদি এগিয়ে আসে, তাহলে বেঁচে যেতে পারে একজন হাফেজে কুরআন। ফিরে পেতে পারেন তার কর্মক্ষমতা। বসতে পারবেন কুরআনের মাহফিলে। গড়তে পারবেন কুরআনের পাখি। আবারও পুন্যদ্যোমে চালিয়ে যাবেন তার প্রতিদিনের কাজ।

হাফেজ নূরুল আলমের সঙ্গে সব ধরনের যোগাযোগ ও টাকা পাঠানোর জন্য বিকাশ নাম্বার : ০১৭২২৭২১৭৮৮

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ