সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জামাতে পেছনের কাতারে একা দাঁড়ানো যাবে কি? আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট অনুযায়ী ছয় মাসের গর্ভ নষ্ট করার বিধান গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরও ৭৮ ফিলিস্তিনি নিহত ক্ষুদ্র ডিএনএ-তে লুকানো বিশাল রহস্য: একেকটি কোষ যেন একেকটি গ্রন্থাগার আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প, প্রাণহানি ২০ জনের বেশি বড়লেখায় জমিয়তের কর্মী সম্মেলন বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই: নাহিদ রাজশাহীতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস ‘সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে হিজাব-নিকাব পরে কেন পড়াশোনা করতে পারবে না!’ চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

যেসব অবস্থায় এতেকাফ ভেঙে দেওয়া ওয়াজিব, না ভাঙলে গুনাহগার হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি সাদেকুর রহমান।।

১.কাউকে পানিতে ডুবে যেতে দেখলে,যদি তাকে উদ্ধার করার মতো কেউ না থাকে। ২. কাউকে আগুনে পুড়ে যেতে দেখলে, যদি তাকে রক্ষা করার মত কেউ না থাকে। ৩.খলীফাতুল মুসলিমীন সকলকে জিহাদে যাওয়ার হুকুম করলে। ৪. জানাজা উপস্থিত হলে, যদি জানাজা পড়ানোর মতো কেউ না থাকে।

৫. আদালতে সাক্ষ্য দেওয়া আবশ্যক হলে, যদি সাক্ষ্য না দেয় তাহলে হকদারের হক নষ্ট হয়ে যাবে। ৬. মসজিদ ভেঙে যেতে শুরু হলে, মসজিদ থেকে বের না হলে দেয়ালের নিচে চাপা পড়ার আশঙ্কা আছে। ৭. নিজে বেশি অসুস্থ হয়ে গেলে,ডাক্তার না দেখালে প্রাণনাশের আশঙ্কা আছে। ৮. নিজ পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়লে ,ডাক্তার দেখানোর মত কেউ যদি না থাকে।

৯. ঘরের মালামাল চুরি বা লুণ্ঠিত হওয়ার আশঙ্কা হলে,যদি এতেকাফকারী ঘরে উপস্থিত না হয়।
১০. সরকারি কর্মকর্তা এতেকাফকারী কে গ্রেফতার করতে উপস্থিত হলে। উক্ত সূরতগুলোতে এতেকাফ ভেঙে দিবে এবং পরবর্তীতে তা কাযা করে নেবে। ফাতাওয়া শামি-৩/৪৩৭-৪৩৯.ফাতাওয়া আলমগিরি-১/২১২।

যেসব সূরুতে এতেকাফ ভেঙে যাবে। তবে গুনাহ হবে না: ১.কেউ অন্যায় ভাবে মসজিদ থেকে এতেকাফকারিকে বের করে দিলে। তবে সাথে সাথে অন্য কোন মসজিদে ঢুকে গেলে এতেকাফ ভঙ্গ হবে না।

২.পেশাব-পায়খানার জন্য বের হওয়ার পর কোন পাওনাদার তাকে আটক করে রাখলে । এক্ষেত্রে এতেকাফকারী পাওনাদার সহ সাথে সাথে মসজিদে ঢুকে গেলে এতেকাফ ভঙ্গ হবে না।

৩.মসজিদে জামাত কায়েম করার মতো কোনো মুসল্লী না থাকায় এতেকাফকারি মসজিদ থেকে বের হয়ে গেলে। ফাতাওয়া শামি-৩/৪৩৮.ফাতাওয়া আলমগিরি-১/৩১২.

লেখক: মুফতি ও মুহাদ্দিস শেখ জনূরুদ্দীন রহ দারুল কুরআন মাদ্রাসা চৌধুরীপাড়া ঢাকা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ