শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

এবার হাফেজ তাকরীমকে নিয়ে সুর পাল্টালেন নিঝুম মজুমদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

বিশ্ব জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের বিস্ময়কর বালক হাফেজ সালেহ আহমদ তাকরীম। ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে তিনি দেশে ফিরেন।

জানা যায়, আজ বুধবার (৫ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে এক বিশেষ ফ্লাইটে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হাফেজ তাকরীম। সঙ্গে ছিলেন তার উস্তাদ, মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম। কিন্তু ইফতারের সময় সন্নিকটে হওয়ায় তারা বিমানবন্দর থেকে মাগরিবের নামাজের পর বের হন।

এদিকে সৌদি আরবে তাকরীম বিশ্বে তৃতীয় স্থান অধিকার করার পর সেই অর্জনকে গৌন ও ছোট করে দেখলেও এবার নিজের সুর পাল্টেছেন নিঝুম মজুমদার।

আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি লিখেন, বঙ্গবাজারে আগুন ঘটনার বেদনাদায়ক অধ্যায়ের পর একটা অত্যন্ত আনন্দের ও গৌরবের সংবাদ হচ্ছে দুবাই আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতার ২৬ তম আসরে বাংলাদেশের সন্তান সৈয়দ সালেহ মোহাম্মদ তাকরীম প্রথম স্থান অধিকার করেছেন। এই প্রতিযোগিতাটি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণও বটে।

তিনি লিখেন, তাকরীম বয়সে ছোট কিন্তু অসম্ভব রকমের মেধাবী। তাঁর এই অর্জনে একজন বাংলাদেশী হিসেবে অত্যন্ত গৌরববোধ করছি এবং তাঁর জন্য আমার ভালোবাসা রইলো। আশা করি এই মেধাবী ছেলেটি তাঁর জীবনে অনেকদূর পর্যন্ত যাবেন। আমি তাঁর আরও সাফল্য কামনা করি।

এর আগে, সৌদি আরব ও ইরানে আয়োজিত দুটি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে তাকরিম।

হাফেজ সালেহ আহমদ তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদরাসা শিক্ষক আর মা গৃহিণী ।

কেএল/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ