বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭


আরো তিন দিন বৃষ্টিপাতের আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চৈত্রের তীব্র গরমে একপশলা বৃষ্টি দেশের মানুষকে স্বস্তি দিয়েছে। বৃষ্টিপাতের এই ধারা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। গতকাল রোববার আবহাওয়াবিদরা এই তথ্য জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘পশ্চিমা লঘুচাপের কারণে মূলত সারা দেশে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২২ মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর পর থেকে ধীরে ধীরে তা কমতে থাকবে।’

জানা যায়, কালবৈশাখীর সঙ্গে দখিনা বাতাস বয়ে যাওয়ায় সারা দিন আকাশ মেঘলা দেখাচ্ছে। তাই আপাতত কালবৈশাখী খুব একটা জোরালো হচ্ছে না।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ