বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

রাষ্ট্রীয় আমন্ত্রণে আমিরাত যাচ্ছেন শায়েখ আরীফ উদ্দীন মারুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।।।

রাষ্ট্রীয় আমন্ত্রণে ২৭ দিনের সফরে আরব আমিরাত যাচ্ছেন মুফাসসিরে কুরআন, শাইখুল হাদিস শায়েখ আরীফ উদ্দীন মারুফ।

আগামী মঙ্গলবার (২১মার্চ) সকালে আমিরাতের উদ্দেশ্যে এমিরেট এয়ারলাইন্সে তিনি দেশ ত্যাগ করবেন।

শাইখুল হাদিস শায়েখ আরীফ উদ্দীন মারুফ, তিনি সৌদি আরব, মিশর, ইন্দোনেশিয়া ও ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক তাফসিরুল কুরআন প্রতিযোগিতায় ‍প্রথম স্থান অধিকারসহ স্বার্ণপদক-পুরস্কার অর্জন করেছেন। তিনি কাকরাইল সার্কিট হাউজ (টিপটপ) জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ঢাকাস্থ জামি‘আ ইকরা বাংলাদেশের মুহতামিম ও শায়খুল হাদিস। একাধারে তিনি রচনা করেছেন বহু গ্রন্থ।

আগামী ১লা রমজান থেকে ২৩ রমজান পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে তিনি রাজকীয় অতিথি হিসেবে অবস্থান করার আমন্ত্রণ পেয়েছেন বলে জানান আওয়ার ইসলামকে। তিনি বলেন, আলহামদুলিল্লাহ আরব আমিরাতে ‘যুয়ুফু রাঈসিদ দাওলা’ রাষ্ট্রীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। সারা বিশ্বের বড় বড় অধ্যাপক, স্কলারকে সেখানে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদেরকে সম্মান প্রদর্শন ও তাদের থেকে গুরুত্বপূর্ণ নসিহা শোনা তাদের উদ্দেশ্য। সেখানে সাওম, ঈমান আকাঈদ বিষয়ের লেকচারসহ দাওয়াহ বিষয়ক নানান প্রোগ্রামে বক্তব্য প্রদান করতে হবে। আল্লাহ পাক এ সফরকে কবুল করুন। সবার কাছে আমি দোয়া প্রার্থী।

শাইখুল হাদিস শায়েখ আরীফ উদ্দীন মারুফ কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলাধীন বেলংকা গ্রামের মুন্সীবাড়ির কৃতী সন্তান। বিশ্ব নন্দিত হাফেজ ও মুফাসসীরে কুরআন, আদীব। বাংলার পাশাপাশি আরবিতে রচিত তার একাধিক গ্রন্থ রয়েছে। মিশর, সৌদি আরবের বিভিন্ন প্রকাশনী থেকে তার গ্রন্থগুলো প্রকাশিত হয়েছে। তার বাবার নাম আলহাজ আব্দুর রশীদ। মাতা জয়বুননেসা বেগম। ১১জন ভাই বোনের মধ্যে তিনি ১১তম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ