বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
 যারা আমাকে অপহরণ করেছে তাদের বাংলাদেশি মনে হয়নি জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস ইন্ডিয়ার এজেন্ট ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জোরালো সমর্থন ভারতীয় আগ্রাসন নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার মানববন্ধন প্রলোভনের ফাঁদ: 'কেন আমাদের সন্তানরা এত সহজে ধরা দেয়? দেশ গড়ায় কেবল নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী

অক্সিজেন কারখানা বন্ধ করবেন না মালিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের অক্সিজেন কারখানার মালিকরা কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনের মানববন্ধন কর্মসূচিও প্রত্যাহার করেছেন তারা।

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসন, কারখানা মালিকপক্ষ ও শিল্প পুলিশের ত্রিপক্ষীয় বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামানের সভাপতিত্বে সার্কিট হাউসে এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক শেষে রাত ৮টার দিকে আগের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানান মালিকরা।

এর আগে বৃহস্পতিবার সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে কোমরে দড়ি বেঁধে আদালতে নিয়ে যাওয়ার প্রতিবাদে জাহাজ ভাঙ্গা কারখানা মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) এক বৈঠক শেষে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখা ও চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেয়।

শুক্রবার ত্রিপক্ষীয় বৈঠক শেষে বিএসবিআরএ’র সহকারী সচিব নাজমুল ইসলাম বলেন, ‌বিএসবিআরএ’র সম্মানিত সদস্য সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দিন সান্টু সাহেবকে পুলিশ কর্তৃক কোমরে রশি বাঁধার ঘটনায় চট্রগ্রাম জেলা ও শিল্প পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করেছেন। একে একটি অনাকাঙ্ক্ষিত ও বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন তারা। ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান বলেন, সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দিনকে কোমরে দড়ি বেঁধে আদালতে নেয়া ছিল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের সার্বিক সহায়তা করার আশ্বাস দিয়েছি। তবে মামলা দেশের আইন অনুযায়ী প্রচলিত নিয়মে চলবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ