বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মাওলানা খালেদ সাইফুল্লাহকে একটি প্রাডো ব্র্যান্ডের গাড়ি উপহার দিয়েছেন এক ভক্ত তারেক রহমানের ফ্লাইটে দেশে ফিরতে নেতাকর্মীদের হিড়িক, সব টিকিট বিক্রি নির্বাচনকে কেন্দ্র করে ভারতের 'নসিহত' অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ‘মামলা না থাকলেও’ গ্রেপ্তারের নির্দেশ ৬ দফা দাবিতে ঐক্যবদ্ধ বিবৃতি দিল ছাত্রশিবিরসহ ১৮ ছাত্রসংগঠন ২০ ফেব্রুয়ারি শুরু একুশে বইমেলা আশার বাণী নয়, প্রধান উপদেষ্টার কাছে মানুষ পদক্ষেপ দেখতে চায়: অধ্যক্ষ ইউনুস মাওলানা জুনায়েদ আল হাবীবকে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেমদের সমর্থন এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, বান্ধবীকে শুটার ফয়সাল দাড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানানোর ইস্যুতে হেফাজতের তীব্র প্রতিবাদ

শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নেবে না বিএনপি: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একদলীয় শাসন কায়েম করতে দলীয় সরকারের অধীনে সরকার নির্বাচন করতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আবার সরকারের খায়েশ হয়েছে, ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ব্লুপ্রিন্ট নিয়ে আগামী নির্বাচন করতে চায় সরকার। বিএনপি শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। ’

শনিবার (১১ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার মনে করছে দেশটা তাদের, আর মানুষ সব তাদের প্রজা। এই অবস্থায় জনগণকে রাস্তায় নেমে আসতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করতে হবে। ’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার দেখিয়ে নতুন করে ভয় দেখানো শুরু করেছে ক্ষমতাসীনরা। গ্রেপ্তার ও মামলা দিয়ে দেশের মানুষকে দমিয়ে রাখতে চায় সরকার। দেশকে আজ নরকে পরিণত করেছে এই সরকার। ’

সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণ, চট্টগ্রাম ও সায়েন্স ল্যাবের বিস্ফোরণের ঘটনার দায় সরকারকে নিতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দুর্নীতির কারণে সরকারের উন্নয়নের ফানুস চুপসে গেছে। ’

আশুলিয়ার ডাকাতির টাকা কোথায় গেলো এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। ’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির আন্দোলনে সরকারের গাত্রদাহ হচ্ছে, উসকানি দিচ্ছে। সরকার চক্রান্ত শুরু করেছে, পঞ্চগড়ে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মামলা ও গ্রেপ্তার করে হয়রারি করছে। এসব বন্ধ করতে হবে। ’

বিএনপি নেতা বলেন, ‘ধর্যের সীমা আছে। মানুষ দেখতে চায় কতদিন তাদের বোকা বানাবে। আন্দোলনে ভেসে যাবে এই সরকার। ’

‘আদানির সঙ্গে চুক্তি দেশের স্বার্থবিরোধী। এটা দেশের পক্ষ নয়; বরং দেশের ক্ষতি করবে। ’

বিএনপির ১০ দফা মেনে নিয়ে সরকারের পদত্যাগের আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি তত্ত্বাবধায়ক সরকারে দাবিও মেনে নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘ অসৎ উদ্দেশে ক্ষমতায় টিকে থাকতে সরকার দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করছে। জনগণকে জিজ্ঞেস করলে তারাও বলবে, হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবে না তারা। ’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ