বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মাওলানা খালেদ সাইফুল্লাহকে একটি প্রাডো ব্র্যান্ডের গাড়ি উপহার দিয়েছেন এক ভক্ত তারেক রহমানের ফ্লাইটে দেশে ফিরতে নেতাকর্মীদের হিড়িক, সব টিকিট বিক্রি নির্বাচনকে কেন্দ্র করে ভারতের 'নসিহত' অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ‘মামলা না থাকলেও’ গ্রেপ্তারের নির্দেশ ৬ দফা দাবিতে ঐক্যবদ্ধ বিবৃতি দিল ছাত্রশিবিরসহ ১৮ ছাত্রসংগঠন ২০ ফেব্রুয়ারি শুরু একুশে বইমেলা আশার বাণী নয়, প্রধান উপদেষ্টার কাছে মানুষ পদক্ষেপ দেখতে চায়: অধ্যক্ষ ইউনুস মাওলানা জুনায়েদ আল হাবীবকে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেমদের সমর্থন এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, বান্ধবীকে শুটার ফয়সাল দাড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানানোর ইস্যুতে হেফাজতের তীব্র প্রতিবাদ

আগামী নির্বাচনে হাতপাখাকে ক্ষমতায় নিতে হবে : প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে অপশক্তি হটিয়ে হাতপাখা তথা ইসলামী আন্দোলনকে ক্ষমতায় নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ এখন দুর্নীতি ও দুঃশাসনের কবলে জর্জরিত। দেশের মানুষ আজ ভালো নেই। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে সর্বস্বান্ত করে দিচ্ছে। সরকারের অব্যবস্থাপনার মাসুল গুনতে হচ্ছে সাধারণ জনতাকে। এমতাবস্থা চলতে দিলে দেশ অনিশ্চিত গন্তব্যে তলিয়ে যাবে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর কদমতলীর জিয়া সরণীর গোল্ডেন কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা (পশ্চিম)-এর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দোলনের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, নগর দক্ষিণ জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা কে এম রীয়াতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কদমতলী থানা (পশ্চিম)-এর সভাপতি মাওলানা ক্বারী মাসউদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলণে উপস্থিত ছিলেন কদমতলী থানার বিশিষ্ট ব্যবসায়ী, ওলামায়ে কেরাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রিন্সিপাল মাদানী আরো বলেন, অনির্বাচিত সরকারের অপশাসনের কবলে দেশের মানুষ আজ চরম বিরক্ত। তাই আগামী জাতীয় নির্বাচনে সকল অপশক্তি হটিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ