বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মাওলানা খালেদ সাইফুল্লাহকে একটি প্রাডো ব্র্যান্ডের গাড়ি উপহার দিয়েছেন এক ভক্ত তারেক রহমানের ফ্লাইটে দেশে ফিরতে নেতাকর্মীদের হিড়িক, সব টিকিট বিক্রি নির্বাচনকে কেন্দ্র করে ভারতের 'নসিহত' অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ‘মামলা না থাকলেও’ গ্রেপ্তারের নির্দেশ ৬ দফা দাবিতে ঐক্যবদ্ধ বিবৃতি দিল ছাত্রশিবিরসহ ১৮ ছাত্রসংগঠন ২০ ফেব্রুয়ারি শুরু একুশে বইমেলা আশার বাণী নয়, প্রধান উপদেষ্টার কাছে মানুষ পদক্ষেপ দেখতে চায়: অধ্যক্ষ ইউনুস মাওলানা জুনায়েদ আল হাবীবকে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেমদের সমর্থন এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, বান্ধবীকে শুটার ফয়সাল দাড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানানোর ইস্যুতে হেফাজতের তীব্র প্রতিবাদ

লেদার ব্যবসায় সফলতার মুখ দেখছেন আলেম ব্যবসায়ী মাছুম আকবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। লেদার ব্যবসায় সফলতার মুখ দেখছেন আলেম ব্যবসায়ী মাছুম আকবর। তিনি আলেমদের এ ব্যবসায় বিনা পুজিতে কাজ করার সুযোগ করে দিতে চান।

আজ (৬ মার্চ) সোমবার মীরপুর ১১ লালমাটিয়া টেম্পুস্ট্যান্ডে জেনিথ লেদার এর নতুন শোরুমের উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামিয়া আনোয়ারিয়া বর্মী মাদরাসা মুহতামিম শাইখুল হাদিস, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহ-সভাপতি মাওলানা আশেকে মুস্তফা, হাফেজ মাওলানা আব্দুল হামিদ মহাপরিচালক মাদারিসে কুরবানিয়া, মাওলানা জাকির হোসেন কাসেমী, মুহতামিম তাহযিবুল উম্মাহ মাদরাসা, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মুহতামিম আবু বকর সিদ্দিক রা., হাফেজ মাওলানা মাহবুবুর রহমান কাসিমী মুহতামিম দারুল উলুম মাদ্রাসা, মাওলানা ইসমাইল খান, মাওলানা মোতালেব হোসেন, মাওলানা ওহাব, মাওলানা আব্দুল লতিফ, এছাড়াও আরো অন্যান্য ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

মাছুম আকবর বলেন, আলেমরা চামড়া ব্যবসায় এগিয়ে আসা দরকার, মাদরাসাগুলো চামড়া বিক্রি করে লাভবান হয় না। আমরা এই সংকট নিরসন করতে চাই। আলহামদুলিল্লাহ আমরা এখন বড় বড় কোম্পানিতে আমাদের তৈরি জুতা সাপ্লাই করে থাকি। আলেমরা যদি ব্যাপকভাবে এ ব্যবসায় জড়িত হয়, আশা করা যায় চামড়া শিল্পকে সামনে রেখে মাদরাসাগুলো সাবলম্বী হয়ে ওঠবে।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, জামিয়া আনোয়ারিয়া বর্মী মাদরাসা মুহতামিম শাইখুল হাদিস, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহ-সভাপতি মাওলানা আশেকে মুস্তফা।

তিনি বলেন, রাসুল সা. এর সুন্নাহ ব্যবসায় আলেমরা যত বেশি এগিয়ে আসবে দেশে অসাধু ব্যবসায়ী তত কমে আসবে। তাই ব্যবসায় আলেমদেরও এগিয়ে আসা প্রয়োজন। আল্লাহ তায়ালা এ ব্যবসায় সফলতা দান করুন। বারাকাহ দান করুন। আমিন।

মাছুম আকবরের সঙ্গে যোগাযোগ করা যাবে ০১৯১২-৬৩৪১০৯ নম্বরে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ