বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৭ সফর ১৪৪৭


টায়ার ফেটে যাওয়ায় বিমানের জরুরি অবতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কলকাতা থেকে ঢাকাগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ঢাকায় অবতরণের সময় একটি চাকার টায়ার ফেটে যায়। আজ সোমবার সকালে বিমানের বিজি-৩৯২ ফ্লাইটে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।

তিনি জানান, আজ ৯টা ১৯ মিনিটে কলকাতা থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ঢাকা-কলকাতা রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৯২ ফ্লাইটটি ঢাকায় ফিরছিল। উড়োজাহাজটির পেছনের ডান পাশের টায়ার ফেটে গেলে এটি জরুরি অবতরণ করে।

মোহাম্মদ কামরুল ইসলাম জানান, টায়ার ফেটে গেলেও পেছনের অন্যান্য চাকা ঠিক থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ১০টা ৩ মিনিটে ৭২ জন যাত্রী নিয়ে নিরাপদে বিমানটি অবতরণ করে।

-এসআর


সম্পর্কিত খবর