শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার ইসকন নিষিদ্ধের দাবিতে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছেলের সাথে প্রাণ গেলো বাবার ইসকন নিষিদ্ধসহ সাত দফা দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১০ বিভাগীয় শহরে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ শনিবার ইসকন বাংলাদেশের জন্য অশনিসংকেত: ছাত্র জমিয়ত বাংলাদেশ

রংধনুর কেন্দ্রীয় কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংধনুর কেন্দ্রীয় ১ম কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণ ও ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ৩ মার্চ শুক্রবার সকাল ১০টায় রংধনুর কেন্দ্রীয় কার্যালয়ে ১ম কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও ২য় ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।

উদীয়মান উপস্থাপক সাইফুল ইসলাম মিয়াজীর সঞ্চালনা ও প্রতিষ্ঠাতা-পরিচালক মাঈনুদ্দীন ওয়াদুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা-পরিচালক, ইসলামী সাংস্কৃতিক সংসদের সভাপতি, সিনিয়র সংগীতশিল্পী হাফেজ মাওলানা এমদাদুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস স্টার আবৃত্তি পরিষদ এর প্রতিষ্ঠাতা-পরিচালক, বিশিষ্ট আবৃত্তিকার-উপস্থাপক আহমাদ আবু জাফর।

আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকতা জনাব নাসির উদ্দীন। রংধনুর সিনিয়র শিল্পী ও কর্মশালার নিয়মিত প্রশিক্ষক ক্বারী বাশার মাহমুদ, রবিউল ইসলাম, ক্বারী মাজহারুল ইসলাম, হাফেজ রমজান আলী, ইমাম হোসেন, রিজভী তালুকদার ও এম এম রহমতুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন উত্তীর্ণ সদস্যদের অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে রংধনুর পক্ষ থেকে প্রধান অতিথি ও প্রধান আলোচককে এরাবিক ক্যালিগ্রাফী সম্বলিত নান্দনিক ওয়ালমেট উপহার দেয়া হয়।
এছাড়াও কর্মশালার কোর্স-কো-অর্ডিনেটর হিসেবে সম্মাননা প্রদান করা হয় রংধনুর কেন্দ্রীয় পরিচালক হাফেজ মাওলানা আবুবকর বিন রাশেদ ও সিনিয়র শিল্পী ক্বারী বাশার মাহমুদ কে।

অনুষ্ঠানে কর্মশালায় উত্তীর্ণদের পরিবেশনা ছিলো প্রশংসনীয়। এছাড়াও আবৃত্তিকার আহমাদ আবু জাফরের চমৎকার আবৃত্তি ও রংধনুর শিল্পীদের পরিবেশনায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
দুপুর ১২ টা ৩০ মিনিটে প্রধান অতিথির দুআর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ