বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ।। ৩ পৌষ ১৪৩২ ।। ২৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মাওলানা খালেদ সাইফুল্লাহকে একটি প্রাডো ব্র্যান্ডের গাড়ি উপহার দিয়েছেন এক ভক্ত তারেক রহমানের ফ্লাইটে দেশে ফিরতে নেতাকর্মীদের হিড়িক, সব টিকিট বিক্রি নির্বাচনকে কেন্দ্র করে ভারতের 'নসিহত' অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ‘মামলা না থাকলেও’ গ্রেপ্তারের নির্দেশ ৬ দফা দাবিতে ঐক্যবদ্ধ বিবৃতি দিল ছাত্রশিবিরসহ ১৮ ছাত্রসংগঠন ২০ ফেব্রুয়ারি শুরু একুশে বইমেলা আশার বাণী নয়, প্রধান উপদেষ্টার কাছে মানুষ পদক্ষেপ দেখতে চায়: অধ্যক্ষ ইউনুস মাওলানা জুনায়েদ আল হাবীবকে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেমদের সমর্থন এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, বান্ধবীকে শুটার ফয়সাল দাড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানানোর ইস্যুতে হেফাজতের তীব্র প্রতিবাদ

রংধনুর কেন্দ্রীয় কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংধনুর কেন্দ্রীয় ১ম কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণ ও ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ৩ মার্চ শুক্রবার সকাল ১০টায় রংধনুর কেন্দ্রীয় কার্যালয়ে ১ম কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও ২য় ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।

উদীয়মান উপস্থাপক সাইফুল ইসলাম মিয়াজীর সঞ্চালনা ও প্রতিষ্ঠাতা-পরিচালক মাঈনুদ্দীন ওয়াদুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা-পরিচালক, ইসলামী সাংস্কৃতিক সংসদের সভাপতি, সিনিয়র সংগীতশিল্পী হাফেজ মাওলানা এমদাদুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস স্টার আবৃত্তি পরিষদ এর প্রতিষ্ঠাতা-পরিচালক, বিশিষ্ট আবৃত্তিকার-উপস্থাপক আহমাদ আবু জাফর।

আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকতা জনাব নাসির উদ্দীন। রংধনুর সিনিয়র শিল্পী ও কর্মশালার নিয়মিত প্রশিক্ষক ক্বারী বাশার মাহমুদ, রবিউল ইসলাম, ক্বারী মাজহারুল ইসলাম, হাফেজ রমজান আলী, ইমাম হোসেন, রিজভী তালুকদার ও এম এম রহমতুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন উত্তীর্ণ সদস্যদের অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে রংধনুর পক্ষ থেকে প্রধান অতিথি ও প্রধান আলোচককে এরাবিক ক্যালিগ্রাফী সম্বলিত নান্দনিক ওয়ালমেট উপহার দেয়া হয়।
এছাড়াও কর্মশালার কোর্স-কো-অর্ডিনেটর হিসেবে সম্মাননা প্রদান করা হয় রংধনুর কেন্দ্রীয় পরিচালক হাফেজ মাওলানা আবুবকর বিন রাশেদ ও সিনিয়র শিল্পী ক্বারী বাশার মাহমুদ কে।

অনুষ্ঠানে কর্মশালায় উত্তীর্ণদের পরিবেশনা ছিলো প্রশংসনীয়। এছাড়াও আবৃত্তিকার আহমাদ আবু জাফরের চমৎকার আবৃত্তি ও রংধনুর শিল্পীদের পরিবেশনায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
দুপুর ১২ টা ৩০ মিনিটে প্রধান অতিথির দুআর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ