বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৭ সফর ১৪৪৭


মানব সেবায় বিশেষ ভূমিকা রেখে সম্মাননা পেলেন ‘মুহাম্মাদ রাজ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানব সেবায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা ক্রেস্ট পেলেন Team- HCSB এর পরিচালক নও মুসলিম মুহাম্মাদ রাজ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ার) দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলায়তনে মানবাধিকার সম্মেলনে তাকে এই সম্মাননা দেয়া হয়। তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী এইচ.এ ঝালা নাথ খানাল।

এ সময় উপস্থিত ছিলেন ভুটানের গ্লোবাল ভিলেজ কানেকশনের সভাপতি জ্যাকসন দুকপা, দিল্লি সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি এড. গৌতম ঘোষ, জার্মানের মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক বিশ্লেষক ভলকার ইউ ফ্রেডরিচ, দক্ষিণ কোরিয়ার মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক পার্ক চুন সুং, কানাডার মাল্টি কালচারাল প্রেজেন্ট এর ফাউন্ডার জেপসি গোসগ, মালয়েশিয়ার প্রতিনিধি Marietta Arguido Refo, ডুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর হাবিবুর রহমান, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল জব্বার খান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, মহাসচিব অধ্যাপক আবেদ আলী প্রমুখ।

এছাড়া সার্কভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধি ও অন্যান্য দেশের অতিথিসহ প্রায় ৫ শতাধিক ডেলিগেট সম্মেলনে অংশগ্রহণ করেন।

কেএল/


সম্পর্কিত খবর