বুধবার, ১৫ মে ২০২৪ ।। ৩১ বৈশাখ ১৪৩১ ।। ৭ জিলকদ ১৪৪৫


বেফাকের শূরা বৈঠক শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||কাউসার লাবীব||

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের শূরা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আগামী ৪ ফেব্রুয়ারি শনিবার।

বেফাক সূত্রে জানা যায়, কাজলার বেফাকের নতুন ভবনের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রতিষ্ঠানটির শূরা সদস্যগণ উপস্থিত থাকবেন। বৈঠকে সভাপতিত্ব করবেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান।

আসন্ন শূরা বৈঠকে কী কী বিষয় প্রাধান্য পেতে পারে? এ বিষয়ে জানতে চেয়েছিলাম বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহুদ্দীন গওহরপুরীর কাছে। তিনি বলেন, বেফাকের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর শূরা বৈঠক অনুষ্ঠিত হতে হয়; যেখানে পুরো বছর গৃহিত বিভিন্ন সিদ্ধান্ত  ও বিভিন্ন বিষয় উপস্থাপন হয়। আসন্ন শূরা বৈঠকে সাম্প্রতিক বেশ কিছু ইস্যু ও বেফাকের নিজস্ব এজেন্ডা নিয়ে আলোচনা হবে। একাডেমিক গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। আসন্ন কেন্দ্রীয় পরীক্ষার বিষয়েও আলোচনা করা হবে।

বৈঠকে উপস্থিত থাকতে পারেন বেফাকের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হাটহাজারী মাদরাসার মুহতামিমে বেফাক সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, মাওলানা আবদুল হামিদ মধুপুরী, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মুফতি মানসুরুল হক, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদীসহ সারাদেশের শূরা সদস্যরা।

প্রসঙ্গত, বেফাকের গঠনতন্ত্র অনুযায়ী পাঁচ বছর পর পর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে কিছুটা দেরিতে অনুষ্ঠিত হয়েছিল দশম কাউন্সিল। ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি রাজধানীর ফরিদাবাদ মাদরাসায় অনুষ্ঠিত হয়েছিল সে কাউন্সিল; যেখানে আল্লামা শাহ আহমদ শফিকে সভাপতি ও ফরিদাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কুদ্দুসকে মহাসচিব নির্বাচিত করা হয়।

পরবর্তীতে আল্লামা শাহ আহমদ শফির মৃত্যু ও মাওলানা আব্দুল কুদ্দুসের পদত্যাগের কারণে ২০২০ সালের ৩ অক্টোবর আমেলা বৈঠকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হোন আল্লামা মাহমুদুল হাসান এবং ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হোন মাওলানা মাহফুজুল হক। পরবর্তীতে বেফাকের সিনিয়র সহ-সভাপতি করা হয় মাওলানা সাজিদুর রহমানকে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ