মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


ক্রেনের তার ছিঁড়ে এক শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীতে ভবনের কাজ করার সময় ক্রেনে ছিঁড়ে পড়ে মো. শিপলু (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে নগরীর সাহেব বাজার মাস্টারপাড়া পদ্মা গার্ডেন সংলগ্ন নির্মাণাধীন ১০ তলা বিল্ডিংয়ের কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত শিপলু নগরীর বোয়ালিয়া থানার দরগা পাড়া এলাকার শামীম এর ছেলে। ক্রেনের দোলনার তার ছিড়ে পড়ে গুরুত্বর আহত হলে স্থানীরা উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামসুর রহমান বলেন, নগরীর সাহেব বাজার মাস্টারপাড়া পদ্মা গার্ডেন সংলগ্ন নির্মাণাধীন ১০ তলা বিল্ডিং কাজ করছিল শিপলু। এসময় ৮ তলা থেকে ক্রেনের তার ছিঁড়ে শিপলু পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এখানে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বলেন, এক শ্রমিক নির্মাণাধীন ভবন থেকে পড়ে মারা গেছেন। বিষয়টি আমার শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

-টিএ


সম্পর্কিত খবর