মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

চুয়াডাঙ্গায় শীতার্তদের মাঝে আলেমদের কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চুয়াডাঙ্গায় অসহায়, অস্বচ্ছল শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে দ্বীনি ও সেবামূলক সংগঠন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে জেলার বেলগাছি রেলগেট সংলগ্ন ঈদগাহ মাঠের পাশে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করে সংগঠনটি।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ চুয়াডাঙ্গা'র মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

এসময় নেতৃবৃন্দগণ বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় ভৌগলিক কারণে বরাবরই শীতের সময় শীত এবং গরমের সময় গরম বেশি অনুভূত হয়। এজন্য এই জেলার অসহায়, অস্বচ্ছল ও খেটে খাওয়া মানুষরা শীত ও গরম উভয় কালেই প্রচণ্ড কষ্ট সহ্য করে। উলামায়ে কেরামসহ ও অন্যান্য সেবামূলক সংগঠনগুলো যদি তাদের পাশে দাঁড়ায়, আশাকরি অসহায় মানুষদের এই কষ্ট সামান্য হলেও লাঘব হবে।

আলোচকরা আরও বলেন, আপনারা জানেন, 'সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ' সংগঠনটি আত্মপ্রকাশের পর থেকেই বিভিন্ন দ্বীনি ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আজ আমরা আপনাদের জন্য সামান্য কিছু উপহারের (শীতবস্ত্র) ব্যবস্থা করেছি, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশা-আল্লাহ।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মুফতী আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সারওয়ার হুসাইন, দপ্তর সম্পাদক মাওলানা জুনাইদ আল হাবিব, মুফতি আমির খসরু, মাওলানা মাহফুজুর রহমান মাফি, মাওলানা হাসানুজ্জান, মাওলানা ফয়জুল্লাহ আল মুনির, মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ