সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
রিমান্ডে নেওয়ার সময় কারাগারের গেটে আওয়ামী লীগ নেতার মৃত্যু যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ ঢাকা-৮ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী ফয়সালের মনোনয়ন সংগ্রহ শহীদ ওসমান হাদির নামে রাখা হলো যমজ সন্তানের নাম উঠানে বাবার লাশ, সম্পত্তি ভাগাভাগির সালিশে ব্যস্ত ৮ সন্তান রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা যেন পাশের দেশে আশ্রয় না পায় প্ল্যাটফর্ম থেকে তরুণীকে ট্রেনে তুলে নিয়ে ধর্ষণ, ভারতীয় সেনাসদস্য গ্রেপ্তার নীরবে মদের বিক্রি বাড়াচ্ছে সৌদি আরব গ্রিস উপকূলে নৌকা থেকে ৪৩৭ জন বাংলাদেশি অভিবাসী উদ্ধার ইসরায়েলের কারাগারে কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা দুষ্কৃতিকারীদের শত্রু, ভালোদের মিত্র: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা দুষ্কৃতিকারীদের জন্য শত্রু হিসেবে কাজ করে। আর ভালোদের জন্য মিত্র হিসেবে কাজ করে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। এদিকে গাইবান্ধা-৫ আসনের নির্বাচনী অনিয়ম তদন্তের প্রতিবেদন দিতে আরো তিন দিন সময় চেয়েছে তদন্ত কমিটি।

গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করেছিল নির্বাচন কমিশন । ঢাকায় নির্বাচন কমিশনে বসে তা পর্যবেক্ষণ করে ইসি।সিসি ক্যামেরায় অনিয়ম দেখে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা নিয়ে আলোচনা–সমালোচনা শুরু হয়। ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা নির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহার নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের মতে ভোটকক্ষে সিসি ক্যামেরা ব্যবহারের ফলে ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হচ্ছে, যা ভোটারের অধিকার ক্ষুণ্ন করছে।

এ নিয়ে সোমবার নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, যাদের অসৎ উদ্দেশ্য আছে তারা সিসি ক্যামেরা পরিহার করতে চায় ।
বাজেট প্রাপ্যতা সাপেক্ষে জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানান কমিশনার আহসান হাবিব খান।

এদিকে, গাইবান্ধা নির্বাচন নিয়ে সাত কার্যদিবসে তদন্তকাজ শেষ করতে না পারায় আরও তিন দিন সময় চেয়ে কমিশনের কাছে আবেদন করেছেন তদন্ত কমিটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ