শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৬ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাওলানা জালাল উদ্দিন রুমির ২টি বই প্রি-অর্ডার করলে বিশেষ ছাড়!  ‘আমি সব ধর্মের উপদেষ্টা, মন্দির-প্যাগোডায় যাওয়া আমার দায়িত্বের অংশ’ ‘হুজুররা শুধু ওয়াজ করে, এমন ধারণার পরিবর্তন আনতে হবে’ জঙ্গি সন্দেহে ভারতে গ্রেপ্তার ১ বাংলাদেশি যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের গণহত্যা শুরুর অজুহাত খুঁজছেন নেতানিয়াহু গাজায় শান্তিরক্ষী হিসেবে কাজ করবে কেবল মুসলিম সৈন্যরা ‘জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে’ রোববার যমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে গওহরডাঙ্গা বোর্ডের আহ্বান যুক্তরাষ্ট্র পক্ষপাতহীন মধ্যস্থতাকারী নয়: হিজবুল্লাহ মহাসচিব 

২০৩০ সালের মধ্যে শেষ হবে ৬টি মেট্রোরেলের কাজ: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০৩০ সালের মধ্যে শেষ হবে ৬টি মেট্রোরেলের কাজ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দেশের প্রথম পাতাল মেট্রোরেল নির্মাণ কাজের তদারকির দায়িত্ব পেয়েছে জাপানের নিপ্পন কোয়ি কোম্পানি লিমিটেড। একই সাথে থাকবে দেশি-বিদেশি আরও সাতটি কোম্পানি।

প্রকল্পটির সার্বিক নির্মাণ কাজ তদারকির বিষয়ে আজ রোববার (২৩ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ঢাকা ম্যাস ট্রান্সজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও জাপানের কোম্পানিটির সঙ্গে চুক্তি সই হয়।

এমআরটি লাইন-১ এর অংশ এই পাতাল মেট্রোরেল। এই প্রকল্পের অধীনে দুটি রুট থাকছে। প্রথম রুট বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পুরোপুরি পাতালপথে হবে। নতুনবাজার-পূর্বাচলের দ্বিতীয় রুটটি হবে উড়াল পথে। পুরো মেট্রোটি নির্মাণে খরচ হবে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। ২০২৬ সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এমআরটি লাইন-১ এর নির্মাণে পরামর্শক সেবার চুক্তিমূল্য ১ হাজার ৫১৭ কোটি টাকা।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা থেকে আগারগাঁও এমআরটি লাইন-৬ এর প্রথম অংশের মেট্রোরেলের কাজ উদ্বোধন করবেন। পদ্মা সেতুর উদ্বোধনের পর মানুষ মেট্রোরেলের উদ্বোধনের অপেক্ষায় আছে। এমআরটি লাইন-৬ বাকিটা আগামী বছরের ডিসেম্বরে উদ্বোধন হবে। ২০৩০ সালে ছয়টি এমআরটি লাইন দৃশ্যমান করা হবে, উল্লেখ করেন ওবায়দুল কাদের।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ