মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৭


বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের পরীক্ষা স্থগিতের আদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের নিয়োগ পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার এই আদেশ দেওয়া হয়েছে। পরীক্ষাটি আগামী ২৮ অক্টোবর হওয়ার কথা ছিল।

২২৫ জন সহকারী পরিচালক (জেনারেল) নিয়োগের জন্য চলতি বছরের ১০ মে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। ১৫ জুন পর্যন্ত আবেদনের সময় ছিল। আর এই পদে প্রিলিমিনারি পরীক্ষার (এমসিকিউ) তারিখ গত ১৫ সেপ্টেম্বর প্রকাশ করা হয়।

সেদিন এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৮ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ